বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই তারা এই সোশ্যাল মিডিয়াতেই কাটিয়ে থাকেন। আর এই নেটদুনিয়া তার নেটজনতাকে কখনই নিরাশ করে না। সেও প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে। তবে ভাইরাল হওয়া সব ঝলক দৃষ্টি আকর্ষণ করতে পারেনা। কিন্তু এমন বেশ কিছু ঝলক থাকে, যা দেখে কর্মব্যস্ততার মাঝেও হাসতে থাকেন সাধারণ নেটনাগরিক। বলাই বাহুল্য, সেইসমস্ত ঝলক মানুষের মন ভালো করে দেয়। সম্প্রতি তেমনি একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে।
বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলেই অনেক ভেবেচিন্তেই নেন। তবে এই বিয়েকে কেন্দ্র করেই সকলে অনেক মজা করেন। আয়োজন করেন অনেক ঘরোয়া অনুষ্ঠানের। তবে এর পাশাপাশি বিয়ের দিন নতুন বরের সাথে খুনসুটি করতে ছাড়েন না কেউই। বিশেষ করে জামাইবাবুর সাথে শালিদের মজা করার ব্যাপারটা একেবারেই অন্য। সম্প্রতি তেমনই এক মজার ঝলক প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই, যা দেখার পর থেকে হাসি থামাতে পারছেন না নেটজনতার একাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে একটি বিয়ের আসরের ঝলক দেখা গিয়েছে। এই ঝলকে সিংহাসনে বর ও বউকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। আর সেখানেই দেখা মিলেছিল নতুন বরের বেশ কয়েকজন শালির। তারা এক প্লেট মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল তার সামনে। নিয়ম অনুযায়ী মিষ্টিটি নতুন বরকে খাওয়ানোর কথা ছিল। তবে তারা খুনসুটি করতে এসেই হাস্যকর একটি কান্ড ঘটিয়ে বসে। শালিদের মধ্যে একজন মিষ্টির প্লেট থেকে একটি মিষ্টি তুলে বরকে খাওয়াতে যায়, কিন্তু হঠাৎ করেই সে সেই মিষ্টি মুখে পুড়ে দিতে চায়। তবে সেই মুহূর্তে মিষ্টিটি আর কেউই খেতে পারে না। দুজনের কাড়াকাড়িতে সেই মিষ্টি মাটিতে পড়ে যায়। আর এতেই সৃষ্টি হয় একটি হাস্যকর ঘটনার। শালিদের পাশাপাশি নতুন বর-বউও ঐ মুহূর্তে নিজেদের হাসি থামিয়ে রাখতে পারেননি। এই মুহূর্তে সেই ভিডিওই ভাইরাল একাংশের মাঝে, যা দেখে মজা উপভোগ করছেন অনেকেই।