পুজোর আগে বেতন বাড়ার খবরে রাজ্যের সরকারি কর্মীদের মুখে হাসি। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে এবার রাজ্যের একাংশ সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীরা পেতে চলেছেন বড় আর্থিক স্বস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, প্রায় সাত হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু কর্মী।রাজ্যের একাধিক দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৃদ্ধি। এবার সেই দাবি পূরণে উদ্যোগী হয়েছে সরকার। জানা গিয়েছে, নির্দিষ্ট ভাতা বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসবে। সরকারি সূত্রে খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত অর্ডার প্রকাশিত হবে।
কারা উপকৃত হবেন?
মূলত স্কুল স্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকরা এই বাড়তি সুবিধা পাবেন। এতদিন তাঁরা একই কাজ করলেও, স্থায়ী শিক্ষক বা SSC–TET উত্তীর্ণ শিক্ষকদের মতো বেতন কাঠামো পাননি। ফলে আর্থিক বৈষম্য ছিল প্রবল। তবে এবার তাঁদের জন্যই বেতনে বড় পরিবর্তন আনা হচ্ছে।
কতটা বাড়বে বেতন?
প্রস্তাব অনুযায়ী চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
- টানা ৫ বছর কাজ করলে বেতন দাঁড়াবে প্রায় ২১ হাজার টাকা।
- ১০ বছরের অভিজ্ঞতায় মিলবে প্রায় ২৬ হাজার টাকা।
- ১৫ বছরের চাকরির পর বেতন বাড়বে ৩২ হাজার টাকায়।
- আর ২০ বছরের ধারাবাহিক চাকরির অভিজ্ঞতায় কর্মীর হাতে আসবে প্রায় ৩৯ হাজার টাকা।
এই বৃদ্ধির ফলে কর্মীরা যেমন আর্থিক স্বস্তি পাবেন, তেমনি দৈনন্দিন খরচ মেটাতেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের অবস্থান
রাজ্যের একাংশ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে অসন্তোষ থাকলেও, এবার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই বিশেষ সুবিধা আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, উৎসবের আগে কর্মীদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মীদের প্রতিক্রিয়া
দীর্ঘদিন ধরে অবহেলিত এই কর্মীরা এতদিন অল্প বেতনে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ফলে বেতন বাড়ার খবরে তাঁরা স্বস্তি পাচ্ছেন। অনেকেই বলছেন, পুজোর আগে এই সিদ্ধান্ত তাঁদের জন্য বড় উপহার।