Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মত্ত ধোনি, ফাঁস করলেন স্ত্রী সাক্ষী

মিস্টার কুল এর প্রসঙ্গে আলোচনা হবে না তা কি কখন হতে পারে? ক্রিকেট থেকে অবসরের পরেও আজও সমভাবে আলোচনায় থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই প্রাক্তন অধিনায়ক শান্ত মস্তিষ্কের জন্য…

Avatar

মিস্টার কুল এর প্রসঙ্গে আলোচনা হবে না তা কি কখন হতে পারে? ক্রিকেট থেকে অবসরের পরেও আজও সমভাবে আলোচনায় থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই প্রাক্তন অধিনায়ক শান্ত মস্তিষ্কের জন্য প্রায় পরাজিত হওয়া ম্যাচ থেকে দলকে বারবার জয়লাভ করিয়েছেন। এজন্য অবসরের এতদিন পরেও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে আজও ধোনির অবস্থান ঠিক আগেরই মতোই। ধোনি পত্নী সাক্ষী আবার তার একটি ভিডিও ক্রিকেটপ্রেমীদের সামনে নিয়ে এসেছেন।

এর আগেও ধোনিকে বারবার PUBG খেলতে দেখা গিয়েছে। করোনাকালীন পরিস্থিতিতে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় মহেন্দ্র সিং ধোনি বাড়িতে অবস্থান করছেন। এই সময়টি তিনি তার কন্যা ও স্ত্রীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তারমধ্যে শান্ত মস্তিষ্কের ক্যাপ্টেন কুল ফিরছেন তার PUBG খেলায়। সাক্ষী এক টুইট বার্তায় বলেন, এখন ধোনি বিছানায় শুয়েও PUBG খেলে যাচ্ছেন। যখনই সময় পাচ্ছেন তখনই PUBG খেলায় মেতে উঠছেন মহেন্দ্র সিং ধোনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বহু আলোচিত সমালোচিত PUBG গেম সম্পর্কে সবার ধারনা- এটি মানুষকে অত্যন্ত আকর্ষণ করতে পারে এমন একটি গেম। মানুষকে মোবাইল ফোনে আবদ্ধ করে রাখে এই PUBG। অবসরপ্রাপ্ত ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও যেন এই খেলায় আবদ্ধ হয়ে পড়েছেন এমনই মন্তব্য সাক্ষীর। চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার সময় ধোনি PUBG খেলা বন্ধ করেছিলেন। কিন্তু বর্তমানে ঘরে অবসর জীবনে তিনি আবার PUBG খেলা শুরু করেছেন। এটি যেন তার চিরাচরিত স্বভাব বিরুদ্ধ। এখন ক্যাপ্টেন কুল এই অতিমারি সময়ে কিভাবে নিজেকে ব্যস্ত রাখেন সেটাই দেখার বিষয়।

About Author