Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড় তুললেন রামানন্দ সাগরের নাতনি

সাক্ষী চোপড়া (Sakshi Chopra) স্টারকিড। কিন্তু তিনি নিজের মতো করে তৈরি করেছেন নিজের রাস্তা। বিখ্যাত প্রযোজক-পরিচালক রামানন্দ সাগর (Ramananda Sagar)-এর প্রপৌত্রী সাক্ষী। তাঁর মা মীনাক্ষী সাগর (Meenakshi Sagar)-ও নামী প্রযোজক।…

Avatar

সাক্ষী চোপড়া (Sakshi Chopra) স্টারকিড। কিন্তু তিনি নিজের মতো করে তৈরি করেছেন নিজের রাস্তা। বিখ্যাত প্রযোজক-পরিচালক রামানন্দ সাগর (Ramananda Sagar)-এর প্রপৌত্রী সাক্ষী। তাঁর মা মীনাক্ষী সাগর (Meenakshi Sagar)-ও নামী প্রযোজক। সাক্ষীর বাবা একজন নামী জ্যোতিষী। বিখ্যাত প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) তাঁর আত্মীয়। সাক্ষী নিজে একজন গায়িকা। গান লেখেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও সাক্ষী যথেষ্ট জনপ্রিয়। নিত্যনতুন ফটোশুট তিনি শেয়ার করেন ইন্সটাগ্রামে।

চলতি সপ্তাহান্তে সাক্ষী নিজের বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সাক্ষীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে চেক প্রিন্টেড বিকিনি। বিকিনির স্লিভ নুডল প‍্যাটার্নের। বিকিনির নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে সাক্ষীর ক্লিভেজ। বিকিনি জুড়ে রয়েছে লাল-নীল চেক। এই বিকিনিটি লো ওয়েস্ট। ফলে উন্মুক্ত রয়েছে সাক্ষীর নাভিমূল। বিকিনির সাথে সাক্ষীর মেকআপ যথেষ্ট উজ্জ্বল। চোখে ব্যবহার হয়েছে ধূসর রঙের আইশ‍্যাডো ও কালো আইলাইনার। ঠোঁট রাঙানো গোলাপি রঙের গ্লসি লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ব্যবহার। চুলে বাঁধা রয়েছে বান। তাতে ব্যবহার হয়েছে স্টোন স্টাডেড ফ্লোরাল প‍্যাটার্নের হেয়ার অ্যাকসেসরিজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুই কানে রয়েছে স্টোন স্টাডেড ইয়ারিং। ডান হাতে রয়েছে সোনালি রঙের স্টোন স্টাডেড চুড়ি। বাঁ হাতে রয়েছে রূপোলি রঙের স্টোন স্টাডেড চুড়ি। কোনো পুল বা সি-বিচে ফটোশুট করেননি সাক্ষী। একটি ভিলা সংলগ্ন স্টুডিওতে হয়েছে সাক্ষীর ফটোশুট। ক্যাপশনে সাক্ষী লিখেছেন তাঁর মিষ্টতার কথা। সাক্ষীর ছবিগুলির কমেন্ট সেকশনে তাঁর সতীর্থরা ও নেটিজেনদের একাংশ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।

About Author