বলিউডবিনোদন

সুখবর নবাব পরিবারে, স্ত্রী কারিনার খুশির ঠাঁই নেই, মিষ্টি বিতরণ করছেন মেয়ে সারা, এই কারণ

×
Advertisement

মিডিয়ার পাতায় নবাব পরিবার প্রায়ই চর্চায় থাকে। কারণে অকারণে নবাব পরিবারের সকলকেই চর্চায় থাকতে দেখা যায়। তবে এই মুহূর্তে নবাব পরিবার অর্থাৎ সাইফ আলি খানের পরিবার চর্চায় রয়েছে ইব্রাহিম আলি খানের সূত্র ধরে। জানা গেছে, তার সূত্র ধরেই সুখবর এসেছে পরিবারে। আর সেখবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল মিডিয়ামহলের একাংশের মাঝে। এই মুহূর্তে বেশিরভাগেরই প্রশ্ন কি এমন সুখবর নিয়ে এসেছেন ইব্রাহিম! যাতে উদযাপন শুরু হয়েছে নবাব পরিবারে।

Advertisements
Advertisement

সাইফ কন্যা সারা আলি খান ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। এবার তারপরেই ইন্ডাস্ট্রিতে পা রাখলেন অমৃতা ও সাইফ পুত্র ইব্রাহিম। মিডিয়া সূত্রে খবর মিলেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। আর সেই কারণবশতই খুশির মাহল গোটা নবাব পরিবারে। খুশি অমৃতা সিংও। সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ইব্রাহিমের নতুন শুরুর সূত্রেই উদযাপনও শুরু করে দিয়েছেন বলেই জানা গিয়েছে।

Advertisements

Advertisements
Advertisement

ধার্মা প্রডাকশনের হয়েই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। ‘সারজামিন’ ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে তার। এটি একটি ইমোশনাল থ্রিলার। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। চলতি বছরের ২৪-শে ফেব্রুয়ারি থেকেই খুব সম্ভবত উল্লেখ্য ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এখন শুধুই অপেক্ষার পালা। সাইফ পুত্র নিজের অভিনয়ের প্রভাব ঠিক কথাটা ছড়াতে পারেন ! এখন দেখার বিষয় সেটাই। ছবির কলাকুশলী থেকে শুরু করে নবাব পরিবারের সকলেই ইব্রাহিমকে নিয়ে আশাবাদী। অপেক্ষায় দর্শকমহলের একাংশও।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

Related Articles

Back to top button