ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেন বাবা। এদিকে এনসিবি-র তলব পেয়ে গোয়ায় ছুটি বাতিল করে মুম্বই ফিরে আসেন সারা আলি খান। নীল লিপস্টিক, হট প্যান্ট কার্যত ব্যাগে ভরে চটজলদি মুম্বাই আসেন সারা। চুলে হালকা বেনুনি করে একদম সাদামাটা পোশাকে হাজির হন কেদারনাথ এর অভিনেত্রী সারা আলি খান।#WATCH: Actor Sara Ali Khan reaches Narcotics Control Bureau zonal office in Mumbai.
She has been summoned by NCB to join the investigation of a drug case, related to #SushantSinghRajput‘s death case. pic.twitter.com/QTu5CFSBrr— ANI (@ANI) September 26, 2020
বাবার চেষ্টা সফল হয়েছে। আইনজীবীদের সঙ্গে লাগাতার মিটিং এর রেজাল্ট হল, সুশান্তই মাদক নিতেন আমি মাদক নিতাম না। প্রসঙ্গত, একটি চ্যাট শো-তে সারাকে প্রথম সিনেমার নায়কের সঙ্গে ‘প্রেম’ না করার পরামর্শ দিয়েছিলেন করিনা কাপুর খান। অথচ সারা নিজে স্বীকার করেছেন যে তিনি থাইল্যান্ডে সুশান্তের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এবং সুশান্তের গেস্ট হাউসে বহুবার পার্টি করতে গিয়েছিলেন। তাই প্রেম না হলেও বেশ ভালোরকম ঘনিষ্ট সম্পর্কে জড়িয়ে যান সারা।View this post on Instagram
