Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮ শতাংশের বেশি সুদ, বিনিয়োগ করার একাধিক নিরাপদ উপায়, সঞ্চয় বাড়াতে জেনে নিন নির্দিষ্ট কিছু পদ্ধতি

শুধু চাকরি করে ভবিষ্যতের জন্য যথেষ্ট টাকা জমানো আর হয়তো সম্ভব নয়। তাই বাড়তি সঞ্চয়ের জন্য মানুষ বিকল্প পথের সন্ধানে থাকেন। বাড়তি সঞ্চয় বলতে বিনিয়োগ করা। যারা ব্যবসা করেন না…

Avatar

শুধু চাকরি করে ভবিষ্যতের জন্য যথেষ্ট টাকা জমানো আর হয়তো সম্ভব নয়। তাই বাড়তি সঞ্চয়ের জন্য মানুষ বিকল্প পথের সন্ধানে থাকেন। বাড়তি সঞ্চয় বলতে বিনিয়োগ করা। যারা ব্যবসা করেন না তারা অন্যভাবেও বিনিয়োগ করে নিজের ভবিষ্যত সুরক্ষিত রাখতে পারেন। এমন অনেক বিনিয়োগ খাত রয়েছে যেখানে উচ্চ হারে সুদ পাওয়া যায়। ভালো দিন দেখে কোনো একটা খাতে বিনিয়োগ শুরু করে দিতে পারেন।

এবার ধনতেরাস ১০ নভেম্বর অর্থাৎ শুক্রবার। এই দিন থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। এখানে আমরা আপনাকে ব্যাংক এফডি ছাড়াও আরও অনেক অপশন সম্পর্কে বলব, যার মধ্যে আপনি সারা বছর একটি বড় সুবিধা পাবেন। বিনিয়োগকারীরা এফডি ছাড়াও আরবিআই বন্ডে বিনিয়োগ করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফ্লোটিং রেট বন্ড হওয়ার কারণে, এটির উপর সুদের হার পরিবর্তিত হয়। এই বন্ডের সুদের হার প্রতি ছয় মাসে (১ জুলাই ও ১ জানুয়ারি) ইস্যু করা হয়। জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি) অনুযায়ী এর সুদ নির্ধারণ করা হয়। আমরা যদি চলতি অর্ধবার্ষিকের হারের কথা বলি, তাহলে এনএসসি ৭.৭ শতাংশ হারে সুদ পাচ্ছে। আরবিআই বন্ডে এটি ৮.৫ শতাংশ।

investment plan

এ ছাড়া আপনি এসআইপি-তেও বিনিয়োগ করতে পারেন। আপনি এই ধনতেরাস থেকে বিনিয়োগ করা শুরু করতে পারেন। এতে ভালো রিটার্ন পাওয়া যায়। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী এসআইপি-তে গড়ে ১২ শতাংশ রিটার্ন বিবেচনা করে থাকেন। এমন পরিস্থিতিতে মূলধন জমা দেওয়ার ক্ষেত্রে এসআইপি খুব সহায়ক হতে পারে। এ ছাড়া ভিপিএফ অর্থাৎ ভলান্টারি প্রভিডেন্ট ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। এতে সরকার ইপিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদ একই দেয়। বর্তমানে এটি ৮ দশমিক ১৫ শতাংশ হারে সুদ পাচ্ছে। এর লক-ইন পিরিয়ড ৫ বছর। ৮০সি-র আওতায় কর ছাড়ের সুবিধাও রয়েছে।

About Author