Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা শচীনের স্বপ্ন পূরণ করলো ছেলে অর্জুন, বড় দলে খেলার সুযোগ পেল ছেলে

নতুন বছর শচীন তেণ্ডুলকরের জন্য খুশির বার্তা নিয়ে এল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলে সুযোগ পেল শচীন পুত্র অর্জুন তেণ্ডুলকর। প্রস্তুতি ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন। এমনকী প্রাথমিকভাবে প্রথম…

Avatar

নতুন বছর শচীন তেণ্ডুলকরের জন্য খুশির বার্তা নিয়ে এল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলে সুযোগ পেল শচীন পুত্র অর্জুন তেণ্ডুলকর।

প্রস্তুতি ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন। এমনকী প্রাথমিকভাবে প্রথম ২০ জনের দলেও ছিলেন না। তবে শেষপর্যন্ত বিসিসিআই দলে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর অনুমতি দিতেই, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে (Syed Mushtaq Ali Trophy) মুম্বই (Mumbai) দলে জায়গা পেলেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। ছেলে সিনিয়র দলে সুযোগ পাওয়ার পর শচীন নিজে খুব খুশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমবার মুম্বইয়ের সিনিয়র দলে জায়গা পেলেন তিনি। এর আগে ২০১৮-১৯ মরশুমেও তাঁকে মুম্বই দলে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হলেও পরে আর সুযোগ পাননি শচীন পুত্র।

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। চলবে ৩১ জানুয়ারি। তার আগে মুম্বইয়ের তরফ থেকে ২২ জনের দল ঘোষণা করা হল। এই ঘোষিত দলের অধিনায়ক হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে দুরন্ত পারফরম্যান্স সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক করা হয়েছে আদিত্য তারেকে। এছাড়া দলে রয়েছেন যশস্বী জসওয়াল, সরফরাজ খান, সিদ্ধেশ ল্যাড, শিবম দুবে, ধবল কুলকার্নির মতো তারকারা।

একনজরে দেখে নেওয়া যাক সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বই দল :

সূর্যকুমার যাদব (অধিনায়ক), আদিত্য তারে (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ধবল কুলকার্নি, মিনাদ মাঞ্জরেকর, প্রথমেশ ডাকে, অথর্ব আঙ্কোলেকর, শশাঙ্ক আত্তারদে, শামস মুলানি, হার্দিক তামোরে, আকাশ পারকার, আকারশিত গোমেল, সরফরাজ খান, সিদ্ধেশ লাড, শিবম ডুবে, শুভম রঞ্জনে, সুজিত নায়ক, সাইরাজ পাটিল, তুশার দেশপান্ডে, সুফিয়া শেখ, অর্জুন তেণ্ডুলকর, ক্রুতিক হানাগাভদি।

About Author