Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরপুরুষের সাথে বৌমার অশ্লীল কাজ, এই সিরিজটি বাচ্চাদের থেকে দূরে রাখুন (Updated Web Series)

ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা। বর্তমানে 'মোবাইল' মানুষের কাছে বিনোদন ও মনোরঞ্জনের অন্যতম যন্ত্র হয়ে উঠেছে। আর এই ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা। ওয়েবসিরিজের…

Avatar

ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা। বর্তমানে ‘মোবাইল’ মানুষের কাছে বিনোদন ও মনোরঞ্জনের অন্যতম যন্ত্র হয়ে উঠেছে। আর এই ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা।
ওয়েবসিরিজের জন্য বর্তমানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ ইন্টারনেটের দুনিয়ায়। এখানে মোটামুটি সমস্ত বয়সের দর্শকদের জন্য কন্টেন্ট তৈরি করা হয়। তবে যেখানেই নিষিদ্ধতা সেখানেই মানুষের আগ্রহ বেশি – এই তত্বকে কাজে লাগিয়েই বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু হিন্দি ওটিটি প্ল্যাটফর্ম। যার মধ্যে অন্যতম হল – উল্লু, এমএক্স অনলাইন, কোকু প্রভৃতি। সেখানে নিষিদ্ধতাকে ব্যবহার করেই ওয়েব কনটেন্ট তৈরি করা হয়, যেগুলি গোপনে খুবই জনপ্রিয় সমস্ত বয়সের দর্শকদের কাছে।

উল্লুতে মুক্তি পেয়েছে সাস বহু অ্যান্ড এনআরআই

সম্প্রতি ‘উল্লু’ নামক ওটিটি প্ল্যাটফর্ম থেকে এমনই একটি ওয়েবসিরিজ মুক্তি পেয়েছে যা আপনাকে অবশ্যই একা দেখতে হবে। ‘উল্লু অরিজিনালস’-এর ‘পালংগ তোড়’ সিরিজের দ্বিতীয় সিজনের ‘সাস বহু এন্ড এনআরআই’ ওয়েবসিরিজটি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই ওয়েব সিরিজে একটা অদ্ভুত পরিবারের কাহিনী দেখানো হয়েছে। এই পরিবারে প্রাথমিকভাবে রয়েছেন একজন শাশুড়ি এবং তার ছেলে ও বৌমা। কিছুদিন আগেই শাশুড়ি তার ছেলের বিয়ে দিয়েছেন এবং তার সংসারে এখন বেশ সুখ। কিন্তু, এমন সময়ই ছেলের জীবনে শারীরিক সুখ দেখে মায়ের শারীরিক কামনা জেগে ওঠে। ওই মহিলার স্বামী অনেকদিন হল মারা গিয়েছেন এবং তিনি একেবারেই একা হয়ে গিয়েছেন এখন। এমন সময় পুত্রবধূর প্রবাসী ভাই বাড়িতে এলে তার প্রতি আকৃষ্ট হন ওই বিধবা শাশুড়ি। কিন্তু তার আগেই শাশুড়িকে শারীরিক সুখ দিতে এগিয়ে আসে বৌমা। আর এভাবেই ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায় এই সিরিজের গল্প।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুরন্ত অভিনয় রাজসি ভার্মার

এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওটিটি জগতের জনপ্রিয় অভিনেত্রী রাজসী ভার্মা। তার অভিনয় এই সিরিজকে অন্য মাত্রায় তুলে ধরেছে। এছাড়াও সিরিজে দেখা গেছে পারমিতা দে, অনিল বিশ্বনোইয়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজটি কম বয়সী পুরুষ দর্শকদের বেশি আকৃষ্ট করেছে। ‘উল্লু’ অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিলেই আপনি এই সিরিজটি দেখতে পারবেন।

About Author
news-solid আরও পড়ুন