অন্যদিকে গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই গায়ক। নিজের গানের পাশাপাশি অনুগামীদের জন্য ছোটখাটো উপহার দিতে ভোলেন না স্নিগ্ধজিৎ ভৌমিক। এই গায়কের গানে শুধু পশ্চিমবাংলা নয়, ওপার বাংলার মানুষও স্নিগ্ধজিতের গানের প্রেমে পাগল। আর সেটা গায়কের সোশ্যাল মিডিয়া অনুগামীর সংখ্যা দেখলে বোঝা যায়। জাতীয় মঞ্চে পার্ফম্যান্সের আগে প্রথম থেকেই রকস্টার লুকে দেখা মিলছে স্নিগ্ধজিতের। এই মঞ্চে গায়ককে দেখা গিয়েছে মাথায় ফেট্টি, গাল ভরা দাড়ি, চোখে ওভারসাইজড গ্লাসে। এই লুকে মুগ্ধ স্নিগ্ধজিতের ভক্তরা। সম্প্রতি ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গানের কয়েক লাইন গেয়ে সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের শেয়ার করলেন। আর তা শেয়ার হতেই ছড়িয়ে পড়ে তুমুল গতিতে।
Sa Re Ga Ma Pa 2021: ‘ইয়াদ আ রাহা হ্যায়’ গাইলেন বাংলার ছেলে স্নিগ্ধজিৎ! গান শুনে মুগ্ধ অনুগামীরা
প্রত্যেক সপ্তাহে সারেগামাপা'র মঞ্চে নিত্যনতুন চমক দিয়েই চলেছে বাংলার গর্ব স্নিগ্ধজিৎ ভৌমিক। ২০১৮ সালে বাংলা সারেগামাপা-র স্টেজে নিজের গান দিয়ে তুমুল প্রশংসা পেয়েছেন এই প্রতিযোগী। ২০২১ এ এবার নিজের গান…

By

আরও পড়ুন