প্রধানমন্ত্রীর রাশিয়া ভ্রমণ
তবে রাজনৈতিক চুক্তির চেয়ে যে কারণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সংবাদ শিরোনামে উঠে এসেছেন, সেটি হলো তার জনপ্রিয়তা। এবার ভারতের গন্ডি পেরিয়ে রাশিয়ায় অবাক করা সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। এদিন বিমান থেকে নামার পর প্রধানমন্ত্রী মোদিকে নারীদের মস্কোর রেড স্কয়ারে বিশেষ আপ্যায়ন করা হয়। আর সেখানেই নজর কেড়েছে একরত্তির ছোট্ট বালিকা। রাশিয়ার এই ছোট্ট বালিকা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বাগত এমনভাবে করেছে যা দেখে অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা।ভাইরাল এই ভিডিও
সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর প্রক্রিয়ার একটি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ঘাঘরা-চোলি পরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বাগত জানাতে পাঞ্জাবি গানে ভাংড়া ডান্স করছে বছর চারেকের এক ছোট্ট বালিকা। ঢলের তালে তালে ছোট্ট বালিকার বিস্ময়কর নাচের ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা জানলে অবাক হবেন, এই ভিডিওটি ইতিমধ্যে, ডিজিটাল প্লাটফর্মে লক্ষাধিকবার উপভোগ করেছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। যার মধ্যে বেশিরভাগ নেটিজেনরাই ছোট্ট বালিকার প্রশংসা করেছেন। দেখুন ইন্টারনেটের ভাইরাল এই ভিডিও-#WATCH | Moscow, Russia | A young Russian girl, dressed in Indian attire, joins others in performing Bhangra. pic.twitter.com/UsQt1DRiMm
— ANI (@ANI) July 8, 2024