Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুখবর! এবার দ্বিতীয় ভ্যাকসিনে ছাড়পত্র পেল রাশিয়া

ইতিমধ্যেই রাশিয়া করোনার দ্বিতীয় ভ্যাকসিন 'ইপিভ্যাক করোনা' কে ছাড়পত্র দিয়েছে। দু মাস আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার প্রথম ভ্যাকসিন 'স্পুটনিক-ভি' এনেছিল। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা নিজে ভ্যাকসিনটি নিয়েছেন। সূত্রের…

Avatar

ইতিমধ্যেই রাশিয়া করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘ইপিভ্যাক করোনা’ কে ছাড়পত্র দিয়েছে। দু মাস আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ এনেছিল। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা নিজে ভ্যাকসিনটি নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী এই ভ্যাকসিনটি ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে সংশ্লেষিত।

ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।  এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনায় ভারতে গত ২৪ ঘন্টায় ১১, ৩৬, ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে রোজ চিন্তা বাড়ছে আমজনতার। সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা জানিয়েছেন এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ।

গত ১১ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। নিজের মেয়ের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলেও জানান পুতিন। এমনকি সেই নিয়ে নানা নেতিবাচক কথাও শোনা গিয়েছিলো।

About Author