সম্প্রতি অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsa chakraborty) তাঁর বোনঝি কেটলি (ketli)-র সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। শ্রেয়া ঘোষাল (Shreya ghosal)-র বিখ্যাত গান ‘তেরি ওর’-এর সঙ্গে ভিডিও বানালেন রূপসা ও কেটলি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে রূপসা লিখেছেন, মন ভালো রাখার জন্য যা প্রয়োজন তা অবশ্যই করা উচিত। রূপসা বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এমনকি শত ব্যস্ততার মাঝেও নিজের ছেলে রূপস্নাত (Rupsnato)-এর পড়াশোনার দিকেও নজর রাখেন রূপসা। রূপস্নাতর প্রিয় বন্ধু হল তার মা রূপসা।
https://www.instagram.com/p/CLRXimPKWSm/?igshid=dvgqcfj692iu
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘ব্লুজ’-এর কর্ণধার ও প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী (snehashish chakraborty)-র স্ত্রী রূপসা একসময় হোমমেকার ছিলেন। কিন্তু ভাগ্যচক্রে নিজের জেঠু ও বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগতে প্রবেশ করেন রূপসা। তাঁকে প্রথম ব্রেক দেন তাঁর স্বামী স্নেহাশিস। অভিনয় জগতে রূপসা একজন দক্ষ অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। এমনকি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এ ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয়ের কারণে তিনি সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান।
এই মুহূর্তে রূপসা ‘জীবনসাথী’ ও ‘গঙ্গারাম’ ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও কয়েকটি ফিল্মের অফার রয়েছে রূপসার হাতে। এর পাশাপাশি ‘আকাশ আট’ চ্যানেলের জনপ্রিয় কুকরি শো ‘রাঁধুনি’ সঞ্চালনা করছেন রূপসা!
https://www.instagram.com/reel/CLkKgF8nZUP/?igshid=1gnze7qpi4u5