বর্তমানে সারা ভারতের প্রায় প্রত্যেক নাগরিকের কাছেই অন্তত একটি ব্যাংক একাউন্ট রয়েছে। আজকের দিনে বেশিরভাগ ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ড অফার করে থাকে। এই কার্ড সাধারণ ভাষায় এটিএম কার্ড নামেও বেশ পরিচিত। এই কার্ড ব্যবহার করে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন এবং অন্যান্য জায়গাতে পেমেন্ট করতে পারেন। এটিএম থেকে টাকা তোলা ছাড়াও অনলাইন এবং অফলাইন লেনদেনের জন্য এই কার্ড ব্যবহার করা হয়। সেই কারণেই আজকের দিনে ডেবিট কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে সকলের জন্য। কিন্তু আপনাদের সকলের জেনে রাখা উচিত ডেবিট কার্ডে কিন্তু টাকা তোলার একটা লিমিট রয়েছে। অর্থাৎ এটিএম থেকে কত টাকা তোলা যাবে তার একটা সীমা রয়েছে। অন্যদিকে গুগল পে, ফোন পে এবং পেটিএম থেকে লেনদেনের সীমা কিন্তু একটা থাকে প্রত্যেক এটিএম কার্ডের।
কখনো কি ভেবে দেখেছেন আপনার ডেবিট কার্ডের খরচের সীমা কত? সমস্ত কোম্পানির ডেবিট কার্ড এর মতোই রূপে ডেবিট কার্ডেরও একটা সীমা রয়েছে। এই সীমা অতিক্রম করলে আপনার লেনদেন বাতিল হতে পারে অথবা আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। ব্যাংক এটিএম এবং অন্যান্য পয়েন্ট অফ সেল মেশিন লেনদেনের জন্য এই দৈনিক সীমা থাকে। এই সীমা সাধারণত কার্ডের ধরনের উপরে নির্ভর করে। বর্তমানে চার ধরনের রূপে ডেবিট কার্ড রয়েছে ভারতে। এরমধ্যে রয়েছে ক্লাসিক ডেবিট কার্ড প্ল্যাটিনাম ডেবিট কার্ড সরকারি স্কিমের ডেবিট কার্ড এবং সিলেক্ট কার্ড। কিন্তু এটিএম এবং পয়েন্ট অফ সেল টার্মিনালের দৈনিক লেনদেনের সীমা এই কার্ডের ধরনের উপর নির্ভর করে এবং অনেক সময় ব্যাংকের উপরেও নির্ভর করে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংকে কি ধরনের লিমিট আপনি পাচ্ছেন Rupay ডেবিট কার্ডের উপর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. এইচডিএফসি ব্যাঙ্ক RuPay প্রিমিয়াম কার্ড : এইচডিএফসি ব্যাংকে রূপে প্রিমিয়াম ডেবিট কার্ডের মাধ্যমে আপনি মার্চেন্ট আউটলেটে প্রতিদিন ২,০০০ টাকা এবং প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন।
২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট RuPay কার্ড – এই কার্ডের মাধ্যমে প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার লিমিট হল ১০,০০,০০০ টাকা। অন্যদিকে পয়েন্ট অফ সেল এবং ই-কমার্সের ক্ষেত্রে সীমা হল ৩০,০০,০০০ টাকা।
৩. ইয়েস ব্যাংক রূপে প্লাটিনাম কার্ড – এই কার্ডে দৈনিক লেনদেনের সীমা হল ২৫ হাজার টাকা এবং পয়েন্ট অফ সেল থেকে লেনদেনের সীমা হল ৭৫ হাজার টাকা।
৪. এসবিআই RuPay কার্ড – স্টেট ব্যাংকের রূপে কার্ডের মাধ্যমে এটিএম-এ সর্বনিম্ন লেনদেনের পরিমাণ ১০০ টাকা এবং সর্বোচ্চসীমা ৪০ হাজার টাকা। এক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন সীমা সর্বাধিক ৭৫ হাজার টাকা রয়েছে।