Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা আক্রান্তদের বাড়িতে খাবার ও ওষুধ পৌঁছে দিচ্ছেন রূপম ও তাঁর বাহিনী

ভারতে মহামারী হয়ে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর…

Avatar

ভারতে মহামারী হয়ে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।রুক্মিণী মৈত্র (Rukmini maitra)তাঁর অনুরাগীদের কাছে প্লাজমা দানের আবেদন করেছেন। এবার এগিয়ে এলেন গায়ক রূপম ইসলাম (Rupam islam)। 27 শে এপ্রিল সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রূপম লেখেন, করোনা আক্রান্ত হওয়ার ফলে যাঁরা ওষুধপত্র, বাজার অথবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, তাঁরা যেন অবিলম্বে তাঁর কমেন্ট বক্সে যোগাযোগ করেন। রূপম জানিয়েছেন, প্রত্যেক এলাকায় তাঁদের প্রতিনিধিরা রয়েছেন যাঁদের সঙ্গে যোগাযোগ করে ওই সমস্ত জিনিস কিনে বাড়িতেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। পোস্টে আবেদনকারীর প্রয়োজন, ঠিকানা ও এলাকার কথাও উল্লেখ করতে হবে।রূপমের সঙ্গে এই কাজে এগিয়ে এসেছেন ‘মুক্তক্ষেত্র’ ও ‘ফসিল ফোর্স’-এর সদস্যরা। শুধুমাত্র কলকাতা নয় , কলকাতার বাইরেও পৌঁছে যাচ্ছেন রূপমের টিমের সদস্যরা। এর মধ্যেই বাঁকুড়া ও বারাসতের দুটি কোভিড আক্রান্ত বাড়িতে খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন তাঁরা। এই গোটা উদ্যোগটি কিন্তু রূপমের স্ত্রী রূপসা (Rupsa)-র মস্তিষ্কপ্রসূত। তিনি জানিয়েছেন, অক্সিজেন ও বেড হয়তো তাঁরা সরবরাহ করতে পারবেন না। কিন্তু সামান্যতম সহযোগিতা যদি তাঁদের দ্বারা হয়, তাহলে তাঁরা অবলীলায় হাত বাড়িয়ে দেবেন।
About Author