Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত রুদ্রনীল, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বাড়িয়ে দিলেন জল্পনা

বুধবারই রাজ্যের শাসক শিবিরের সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। বাড়িয়েছিলেন বিজেপিতে যোগদান করার জল্পনা। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা আন্তর্জাতিক উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখা গেল রুদ্রনীল ঘোষক। এই অনুষ্ঠান…

Avatar

বুধবারই রাজ্যের শাসক শিবিরের সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। বাড়িয়েছিলেন বিজেপিতে যোগদান করার জল্পনা। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা আন্তর্জাতিক উৎসবে না যাওয়ার সিদ্ধান্ত নিতে দেখা গেল রুদ্রনীল ঘোষক। এই অনুষ্ঠান ছিল অনেকটাই বিশেষ। সেখানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু তা স্বত্বেও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রুদ্রনীল। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ক্রমে বেড়েছে জল্পনা।

শুক্রবার তথা আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং থাকার কথা ছিল বলিউড কিং শাহরুখ খানের। কিন্তু সেই অনুষ্ঠানের আগেই হল ছন্দ পতন। অনুষ্ঠানে আসলেন না রুদ্রনীল ঘোষ। যদিও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার কাছের বন্ধু তথা কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ্য চক্রবর্তী। সেখানে না আসার কারণ হিসেবে এইদিন রুদ্রনীল জানিয়েছেন,”আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। সেই কারণে আমি উপস্থিত থাকতে পারছিনা। আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বুধবার ছিল অভিনেতা রুদ্রনীলের জন্মদিন। সেই দিনই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে একটু ঘুরিয়ে মুখ খুললেন অভিনেতা। আর অন্যদিকে ঠিক তার পরে এইদিন সন্ধ্যা বেলায় তার বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Sanku Deb Panda)। রুদ্রনীলের জন্মদিন উপলক্ষে এইদিন তার হাতে ছিল একগুচ্ছ গোলাপও। দীর্ঘ সময় ধরে বৈঠক করেন দুইজন। সেই থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে রুদ্রনীলের (Rudranil Ghosh) বিজেপিতে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।

এইদিন রুদ্রনীল বলেন, শঙ্কুর সাথে আমার পরিচয় বহুদিনের। লোকসভা ভোটের আগেও বিজেপি নেতাদের সাথে কথা হয়েছিল আমার। আমি রাজনীতিতে ইচ্ছে প্রকাশ করলেই আবার যোগাযোগ করেন তিনি। তিনি কেবল আমার কাছে আমার ভাবনা জানতে চেয়েছেন। সাথে প্রস্তাব দেন কৈলাশ বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) সাথে দেখা করার। আমি রাজি হয়েছি সেই প্রস্তাবে। তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নেই নি।

বলা বাহুল্য, মুখে তিনি ব্যস্ততার কথা বললেও আন্তর্জাতিক চলচ্চিত্র ফ্যাস্টিভ্যালের খরচ নিয়ে বেশ অনেকটাই সরব হতে দেখা গিয়েছিল রুদ্রনীলকে। তিনি বলেন,”আমফান, করোনা এই সমস্ত অবস্থার পর কোটি কোটি টাকা খরচ করে এই অনুষ্ঠান করার কি যুক্তি আছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে আমার মনে। এর কিছুটা গরিবদের দিলে বোধ হয় ভালো হত।” তবে অন্যদিকে টলিউড অভিনেতা দাবী করেছেন যে এই অনুষ্ঠানে না থাকার সাথে তার রাজনীতি যোগের কোনও যোগ নেই।

About Author
news-solid আরও পড়ুন