Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতিদিন কামান হাজার হাজার টাকা, বাড়ির ছোটো জায়গা থেকেও শুরু করতে পারবেন ব্যবসা

ব্যবসা মানেই বড় জায়গা, বেশি খরচা এমনটা কিন্তু না। বাজারে একটু ভালো করে খোঁজ খবর করলেই জানতে পারবেন যে এমন অনেক Business Idea রয়েছে যা অনায়াসেই আপনি শুরু করতে পারবেন।…

Avatar

ব্যবসা মানেই বড় জায়গা, বেশি খরচা এমনটা কিন্তু না। বাজারে একটু ভালো করে খোঁজ খবর করলেই জানতে পারবেন যে এমন অনেক Business Idea রয়েছে যা অনায়াসেই আপনি শুরু করতে পারবেন। এমন অনেক ব্যবসা রয়েছে যার প্রোডাক্ট চাহিদা থাকে বছরের প্রতিটা দিন। ফলে এই ধরণের ব্যবসা শুরু করলে লস হওয়ার সম্ভাবনা থাকে অনেক কম। উল্টে, আপনার কাছে ভালো পরিমাণ টাকা জমে যাওয়ার পর আরও বড় করে নিজের বিজনেস সাজিয়ে তুলতে পারবেন আরও সুন্দর করে।

আজ আপনাকে যে Business Idea সম্পর্কে আমরা বলতে চলেছি তার প্রোডাক্টের চাহিদা বাজারে খুব বেশি। এমনকি আপনার বাড়িতেও এই জিনিস রোজ কাজে লাগানো হয়। ফলে অনুমান করতেই পারছেন যে এর বাজার কতটা ভালো রয়েছে। নিশ্চই ভাবছেন কী এমন বস্তুর কথা বলছি যেটা আমার আপনার সবার বাড়িতেই রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Business idea 2023

আমরা বলছি রবার ব্যান্ড বা পাতিকথায় গাডার তৈরির ব্যবসার কথা। বাড়ির ছোট একটা জায়গা থেকে অনায়াসে কাজ শুরু করে দিতে পারেন। অন্তত একটা মেশিন আপনার লাগবেই। প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি মেশিন কিনে ব্যবসা শুরু করা যেতে পারে। বিভিন্ন সাইজের রবার ব্যান্ড তৈরি করা যাবে। আপনি যেরকম দামের মেশিন কিনবেন সেই অনুযায়ী তৈরি হবে রবার। বড় রবার ব্যান্ডের জন্য বেশি দামের মেশিন। মেশিনের সর্বোচ্চ দাম ৮৫ হাজার টাকা। যাদের পুঁজি বেশি তারা সব রকমের মেশিন কিনে বিভিন্ন আকারের গাডার তৈরি করে থাকেন।

রবার ব্যান্ড তৈরি করার জন্য দরকার PVC টিউব। বিভিন্ন রঙের PVC টিউব পাওয়া যায়। কিংবা আপনি নিজেও পছন্দের রঙে টিউব চুবিয়ে, রোদে শুকিয়ে বানিয়ে নিতে পারবেন। পরে শুকিয়ে যাওয়া এই PVC টিউব মেশিনের সাহায্যে সাইজ অনুযায়ী কেটে তৈরি করে ফেলতে পারবেন রবার ব্যান্ড।

About Author