Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলায় পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, দেখে নিন তার সম্পূর্ণ কার্যক্রম

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত এদিন পশ্চিমবঙ্গের দুই দিনের সফরে চলে এসেছেন। এই দুই দিন তিনি বাংলায় সংঘের নেতা এবং সাধারন মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। মমতা সরকার…

Avatar

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত এদিন পশ্চিমবঙ্গের দুই দিনের সফরে চলে এসেছেন। এই দুই দিন তিনি বাংলায় সংঘের নেতা এবং সাধারন মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। মমতা সরকার এবং কেন্দ্রের মধ্যে চলতে থাকা দ্বন্দের মাঝখানে মোহন ভাগবতের বাংলায় আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত দুই বছরে মোহন ভাগবত এই পঞ্চম বারের জন্য বাংলায় এলেন। এর আগে তিনি আগস্ট ২০১৯ সালে প্রথমবার বাংলায় পা রেখেছিলেন। আজ তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন কলকাতার আরএসএস কার্যালয়তে। তারপর বিকেলবেলা তার যাবার কথা ভারত চেম্বার অফ কমার্সে ব্যবসায়ীদের সাথে কথা বলতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর রবিবার মোহন ভাগবতপন্ডিত তেজেন্দ্র মজুমদারের বাড়িতে বাংলার কবি লেখক এবং সংগীতজ্ঞদের সাথে দেখা করবেন। সেখানে আরএসএস এর কর্মীদের সাথে তিনি আন্তরিক বৈঠক করতে চলেছেন। আরএসএস স্পষ্ট করে দিয়েছে যে ভাগবত এর সম্পূর্ণ কার্যক্রম নিজেদের মধ্যে হবে এবং এখানে কোনো রকম মিডিয়ার প্রবেশ নিষেধ।

বিজেপি অধ্যক্ষের গাড়িতে হামলা এরপরে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং ডিজিপি কে কেন্দ্রীয় সরকার দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠিয়েছিল। কিন্তু সেই নির্দেশে তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কেন্দ্রীয় গৃহসচিব অজয় ভাল্লা কে পত্র লিখে জানিয়েছেন, আইন ব্যবস্থা রাজ্যের নিজস্ব। এখানে কেন্দ্রের হস্তক্ষেপের কোন পরিস্থিতি তৈরি হয় না।

তবে প্রথমবারের জন্য পশ্চিমবাংলায় সরকার বানানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। আর তাদের সাহায্য করার জন্য এবার সরাসরি মাঠে নামতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই বিষয়টি নির্বাচনের আগে মোহন ভাগবতের বাংলায় আগমন থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট। বিশেষজ্ঞদের মতামত, এই সফরে তিনি বাংলার বুদ্ধিজীবীদের বিজেপির দিকে টানার চেষ্টা করবেন।

About Author