নিউজদেশ

Rs 2000 Currency Note: ফিরে এল নোটবাতিল! এবার বাতিল ২০০০ টাকার নোট, আপনার কি করনীয়?

কয়েকবছর আগেই বাজারে এসেছে এই ২০০০ টাকার কারেন্সি নোট

×
Advertisement

কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। বাজারে এসেছিলে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে এবার ফের হল নোট বাতিল। কোপ পড়লো নতুন ২০০০ টাকার নোটের ওপর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আর তাঁরা ২০০০ টাকার নোট নতুন করে ছাপাবে না। আপাতত বৈধ থাকলেও আগামী ৩০ শে সেপ্টেম্বরের পর থেকে সামান্য কাগজের টুকরো হয়ে যাবে এই ২০০০ টাকার নোট। আপনার বাড়িতে যদি প্রচুর ২ হাজার টাকার নোট থাকে, তাহলে এখন কি করনীয়? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। এর মাঝে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট জমা করে তার পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। ব্যাঙ্ক একেবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা নেবে জমা নেবে। তবে বর্তমানে ২০০০ টাকার নোট কোনভাবেই বন্ধ করে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে সাধারণ মানুষের ঘাবড়ানোর কোনো দরকার নেই।

Advertisements

আরবিআই আরও জানিয়েছে যে সাধারণ মানুষ আগামী ২৩ শে মে থেকে এই নোট বদল করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত চার বছর ধরে আরবিআই আর নতুন করে কোনো দু হাজার টাকার নোট ছাপায় নি। এই কারেন্সি নোটের ৮৯% সার্কুলেট করা হয়েছিল ২০১৭ সালের আগে। এমনকি বর্তমানে এই কারেন্সি নোট এর মাত্র ১০% বাজারে রয়েছে। সেই অনুযায়ী বলা যেতে পারে খুব একটা বেশি ২০০০ টাকার নোট আপনাদের কাছেও থাকবে না। তাই গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ব্যাঙ্কে গিয়ে সহজেই ২০০০ টাকার নোট পরিবর্তন করে নিতে পারবেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button