Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭৫০ কোটি টাকা সংগ্রহ, মুক্তির আগে রেকর্ড ভেঙেছে RRR মুভি

'আরআরআর' মুক্তি পেল শুক্রবার ২৫'শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। এই ছবির গান অনেক আগেই…

Avatar

‘আরআরআর’ মুক্তি পেল শুক্রবার ২৫’শে মার্চ। তবে মুক্তি পাওয়ার আগেই এই ছবি কামিয়েছে কোটি টাকা। কয়েকমাস আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। এই ছবির গান অনেক আগেই জনপ্রিয় হয়েছে মানুষের মাঝে। এই ছবির প্রচারেও খামতি রাখেননি পরিচালক। ছবির কলাকুশলীদের নিয়ে উড়ে গিয়েছেন বিভিন্ন শহরে ছবির প্রচারের খাতিরে।

এই ছবি দেখতে যাতে কারোর অসুবিধা না হয় সেইজন্য প্রি-বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ২২’শে মার্চ থেকেই এই ছবির টিকিটের প্রি-বুকিং চলছিল। আর এই প্রক্রিয়ার মধ্যেই এস এস রাজামৌলির এই ছবি ‘আরআরআর’ ৭৫০ কোটি টাকা কামিয়ে ফেলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যুগলবন্দী বলা যায়। এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআর, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো একাধিক তারকারা রয়েছেন। এই ছবির মাধ্যমে পরিচালক ভারতের একাধিক দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা শোরগোল ফেলেছিল চারিদিকে। শুক্রবার এটি মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত এই ছবি দেখে, তা নিঃসন্দেহে বলা চলে।

উল্লেখ্য, প্রি-রিলিজ থেকে এই ছবি ব্যবসা করেছে প্রায় ৫২০ কোটি টাকা। পেন ইন্ডিয়া সব ভাষায় এই ছবির উত্তর ভারতের ডিস্ট্রিবিউশন, ডিজিটাল, স্যাটালাইটের স্বত্ব কিনে নিয়েছে। উত্তর ভারতে প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সবভাষা মিলিয়ে হিসাব করলে ২৫০ কোটি টাকা আয় করেছে ‘আরআরআর’। সবটা মিলিয়ে যদি হিসাব করা যায় তাহলে ইতিমধ্যেই এই ছবি ৭৫০-৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

এস এস রাজামৌলি নিজের রেকর্ড ভাঙতেই ব্যস্ত রয়েছেন। তার পরিচালিত ‘বাহুবলি’ শেষ রেকর্ড ভেঙেছিল বক্সঅফিসে। তবে ‘আরআরআর’ মুক্তির আগে থেকেই রেকর্ড ভাঙতে শুরু করে দিয়েছে। মুক্তির একদিনের মধ্যেই ৭৫০ কোটি টাকার ব্যবসা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের অন্দরেও এই নিয়ে কথা উঠছে।

About Author