Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে জম্মু-কাশ্মীরে, আশঙ্কা গোয়েন্দাদের

আসন্ন প্রজাতন্ত্র দিবসে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের উপত্যকা বরাবর আগামী প্রজাতন্ত্র দিবসে সমস্যার সৃষ্টি হতে পারে।…

Avatar

আসন্ন প্রজাতন্ত্র দিবসে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন গোয়েন্দারা। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের উপত্যকা বরাবর আগামী প্রজাতন্ত্র দিবসে সমস্যার সৃষ্টি হতে পারে। একটি সংবাদপত্রে তিন চারজন সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে জম্মুর নারওয়াল এলাকার পুলওয়ামার লস্কর-ই-তৈবা এর নেতা জাহিদ নাজিরের নামও রয়েছে। বিদেশি সন্ত্রাসী ও স্থানীয় কমান্ডার ইদ্রিস এবং স্থানীয় সন্ত্রাসবাদী জাহিদ মনজুর ওয়ানি শ্রীনগরের রাজপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলার পরিকল্পনার ছক কষছে।

ইয়াসির পান্ডে এবং বিদেশী সন্ত্রাসী সহ স্থানীয় জেএম ক্যাডারদের সাথে তারা যোগাযোগ করেছে বলেও জানা গেছে গোয়েন্দা সূত্রে। মোহাম্মদ ইকবাল মীরসহ আটজন সন্ত্রাসী নওগাম সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সরখানা থেকে অনুপ্রবেশ করছে বলে জানা গিয়েছে। তারা আগামী প্রজাতন্ত্র দিবসে জম্মু কাশ্মীরে হামলা চালাবে এমন সম্ভাবনা আছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে, তাদের IED ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে

অপর আরও একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, POK এর বাসিন্দা ফজল ও শাহনাওয়াজ নামে দুই সন্ত্রাসী পুনরায় ভীম্বর গল্লি সেক্টরে কৃষ্ণগাতি ও পীর বাবার সুনগালির ফরোয়ার্ড পোস্টগুলিতে IED লাগিয়ে বিস্ফোরণ ঘটাবে এমন সম্ভাবনাও আছে। আগামী প্রজাতন্ত্র দিবসে উপকূলবর্তী এলাকা গুলিতে হামলার সম্ভাবনা মাথায় রেখে ভারতের নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে ও পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

About Author