Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়া ব্যাক্তিকে উদ্ধারে দৌড়ে এলেন RPF জওয়ান, রইলো ভাইরাল ভিডিও

নিত্যদিনের যাতায়াতের জন্য রেলওয়ে পরিষেবা দেশের একটি অন্যতম প্রধান অবলম্বন। মোটামুটি সাধ্যের মধ্যে খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সবাই প্রথমেই বেছে নেয় এই ট্রেনকে। গোটা দেশজুড়ে প্রায়…

Avatar

নিত্যদিনের যাতায়াতের জন্য রেলওয়ে পরিষেবা দেশের একটি অন্যতম প্রধান অবলম্বন। মোটামুটি সাধ্যের মধ্যে খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সবাই প্রথমেই বেছে নেয় এই ট্রেনকে। গোটা দেশজুড়ে প্রায় সমস্ত জায়গায় ভারতীয় রেলওয়ে পরিষেবা প্রদান করে। তবে ভিড়ের কারণে বা হুটোপাটি করতে গিয়ে ট্রেনের তলায় পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা খুব একটা অপরিচিত নয় কারোর কাছে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বা হুটোপাটি করে নামতে গিয়ে অনেক সময় ভারসাম্য হারিয়ে মানুষ ট্রেনের চাকার তলায় চলে যায়। এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব স্টেশনে সর্বদা সজাগ থাকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স। সম্প্রতি এমনই একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

গত রবিবার মহারাষ্ট্রের ভাসাই রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ করেই ট্রেনের গতি বেড়ে যাওয়াতে তিনি নিজেকে সামলাতে না পেরে ট্রেন থেকে প্লাটফর্মে পড়ে যান। আরেকটু হলেই তিনি প্লাটফর্ম থেকে ট্রেনের চাকার তলায় চলে যেতেন। কিন্তু সেই সময় দেবদূতের মত এক আরপিএফ জওয়ান দৌড়ে এসে ওই ব্যক্তিকে টেনে ট্রেনের পাশ থেকে সরিয়ে নিয়ে আসেন। একটুর জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমন হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ গত সোমবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট হয়। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট করে ওই আরপিএফ জওয়ানের প্রচন্ড সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়। এছাড়া একাংশ নেটিজেনের মতে চলন্ত ট্রেনে উঠতে বা নামতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া একদমই উচিত নয়। এই ভিডিও দেখে সকলের শিক্ষা নেওয়া উচিত এবং আগে থাকতে সাবধানতা অবলম্বন করা উচিত। ভিডিওটি ইতিমধ্যেই ৬ হাজারের কাছাকাছি মানুষ দেখেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে একই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল এক আরপিএফ কনস্টেবল চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলাকে উদ্ধার করছেন। বারংবার ঘটনা ঘটাতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স টুইটে সকলকেই সাবধানতা জারি করে বলেছে চলন্ত ট্রেনে ওঠা বা সেখান থেকে নামা বন্ধ করতে হবে।

About Author