ভারতের বাজারে এখন সবথেকে বড় বাইকের কোম্পানি রয়েল এনফিল্ড। ৬৫০ সিসি রেঞ্জে তাদের একাধিক বাইক রয়েছে। এবারে ভারতের বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড এর একেবারে নতুন একটি বাইক। এই বাইকের নাম হতে চলেছে রয়েল এনফিল্ড শটগান ৬৫০। আপনি এই বাইকে আশ্চর্যজনক কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন। অন্যান্য বাইকের তুলনায় অনেকটা সস্তা দামে এই বাইকটি লঞ্চ করতে চলেছে রয়েল এনফিল্ড। ভারতের বাজারে বলতে গেলে এখনো পর্যন্ত এরকম কোন বাইক আসেনি। রেট্রো ডিজাইনের মধ্যে আপনারা এই বাইকে পেয়ে যাবেন দারুণ কিছু ফিচার। চলুন তাহলে এই বাইকের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু আধুনিক ফিচার। এই বাইকে আপনাদের জন্য রয়েছে সামনে ১৮ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চি অ্যালয়ে হুইল। এই বাইকের কার্ব ওয়েট ২৪০ কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১৩.৮ লিটার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সামনের দিকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং টুইন টিউব ফাইভ স্টেপ রিয়ার শক অ্যাবসার্বার। ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমসহ সামনের দিকে ৩২০ মিলিমিটার এবং পিছনের দিকে ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে। এর মধ্যে রয়েছে এলইডি হেড ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এয়ারকুল টেকনোলজি। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৭ হর্স পাওয়ার ক্ষমতা তৈরি করতে পারে। অন্যদিকে এই ইঞ্জিনের টর্ক ক্যাপাসিটি সর্বোচ্চ ৫৩ নিউটন মিটার। এই ইঞ্জিনকে সংগত দিতে ছয় গতির গিয়ার বক্স রয়েছে। গিয়ার বক্সের সাথেই রয়েছে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ। ভারতের বাজারে ৪.৩৫ লক্ষ টাকার মতো দাম হতে পারে এই বাইকের। এই বাইকে আপনারা চারটি ভিন্ন রঙের বিকল্প পেয়ে যাবেন – স্টেনসিল হোয়াইট, গ্রিন ড্রিল, শিটমেটাল গ্রে, এবং প্লাজমা ব্লু। এই বাইকে পিলিয়ন সিট এক্সেসরি আপনি ব্যবহার করতে পারবেন, যেরকম অন্যান্য রয়েল এনফিল্ড বাইকে ব্যবহার করা যায়।