Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৫,৬০০ টাকায় বাড়ি নিয়ে যান Royal Enfield Hunter 350, এমন আকর্ষণীয় অফার আর পাবেন না

বর্তমানে ভারতীয় মার্কেটে বিভিন্ন কোম্পানির বাইক এর মধ্যে প্রতিযোগিতা রয়েছে ব্যাপক। একের পর এক নতুন বাইক লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে নিতে চাইছে বিভিন্ন কোম্পানি। তবে ৩৫০ সিসি সেগমেন্টে…

Avatar

বর্তমানে ভারতীয় মার্কেটে বিভিন্ন কোম্পানির বাইক এর মধ্যে প্রতিযোগিতা রয়েছে ব্যাপক। একের পর এক নতুন বাইক লঞ্চ করে গ্রাহকদের মন জয় করে নিতে চাইছে বিভিন্ন কোম্পানি। তবে ৩৫০ সিসি সেগমেন্টে Royal Enfield এমন একটি বাইক লঞ্চ করেছে যা মন জয় করে নিয়েছে বিভিন্ন বয়সের মানুষের। আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের এই প্রতিবেদনে Royal Enfield Hunter 350 বাইকের কথা বলা হচ্ছে। বর্তমানে এই বাইকটি কোম্পানির দ্বিতীয় সর্বাধিক বিক্রিত বাইকের জায়গা দখল করেছে। আপনি যদি এই বাইক কিনতে চান, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য ব্যাপক লাভবান হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে Royal Enfield Hunter 350 এর দাম শুরু হচ্ছে ১.৭৩ লক্ষ টাকা থেকে। আপনার কাছে যদি বর্তমানে এত টাকা না থাকে, তাহলে চিন্তার দরকার নেই। আপনি এই বাইক কিনতে চাইলে কোম্পানি বর্তমানে দিচ্ছে ব্যাপক আকর্ষণীয় EMI প্ল্যান। এটি কিনতে আপনাকে মাত্র ২৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তারপর ১২% সুদের হারে লোন পাবেন। সেক্ষেত্রে আপনাকে মাসিক ৫৬০০ টাকা করে EMI দিতে হবে ৩ বছরের জন্য। তবে EMI প্ল্যান আপনার রাজ্য এবং শহর অনুসারে আলাদা হতে পারে৷ আরও তথ্যের জন্য আপনার নিকটতম ডিলারশিপের সাথে যোগাযোগ করুন৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Royal Enfield Hunter 350 একটি ৩৪৯.৩৪ cc BS6 OBD কমপ্লায়েন্ট সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি Classic 350 এবং Meteor 350-এর মতো একই J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। বেস ভেরিয়েন্টে এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক যুক্ত করা হয়েছে যাতে সিঙ্গেল চ্যানেল ABS আছে। এর সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার ব্যাপক আকর্ষণীয়। তাই আপনি যদি এই বাইক কেনার প্ল্যান করেন তাহলে এই EMI প্ল্যান সমন্ধে ভেবে দেখতে পারেন।

About Author