ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে আলোড়ন সৃষ্টি করতে চলেছে রয়েল এনফিল্ডের এই নতুন বাইক, পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে দারুণ ইঞ্জিন – ROYAL ENFIELD BIKE

এই বাইকটি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই

Advertisement
Advertisement

আজকালকার দিনের তরুণদের কাছে রয়েল এনফিল্ডের বাইক মানেই একটা আলাদা আকর্ষণ। এই কোম্পানির কোন বাইক খবরে আসার সঙ্গে সঙ্গেই বহু মানুষ এই বাইকের ব্যাপারে জানতে চান। এই বাইকের লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনেকে। এবারে এই ক্রমকে এগিয়ে নিয়ে রয়েল এনফিল্ড তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। সম্প্রতি তারা তাদের নতুন একটি বাইক বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই বাইকের জন্য দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করছিলেন। উঁচু পাহাড়ের রাস্তায় মসৃণ ভাবে চালানোর জন্য কোম্পানি এই বাইককে নতুন ভাবে ডিজাইন করেছে। এই বাইকের নাম দেওয়া হয়েছে রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০। চলুন জেনে নেওয়া যাক এই বাইকের ব্যাপারে বিস্তারিত।

Advertisement
Advertisement

অনুমান করা হচ্ছে এই কোম্পানিটি এই বাইকটি লঞ্চ করতে চলেছে নভেম্বর ২০২৩ সালে। মোটামুটি উৎসব শুরু হওয়ার সাথে সাথেই আপনারা এই বাইক বাজারে দেখতে পাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৬ স্পিড গিয়ার বক্স যা বাইকটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন করে তুলছে। এর শক্তিশালী ট্রান্সমিশন এটিকে খারাপ রাস্তায় চলাচল করতে উচ্চ টর্ক প্রদান করে। নতুন প্রজন্মের এই বাইকটিকে বেশ ফিউচারিস্টিক চেহারা দেওয়া হয়েছে। এই বাইকে আপনাদের জন্য দেওয়া হয়েছে ৪৫১ সিসি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৩৯.৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম এবং ডিস্কব্রেক অপশন। এই বাইকে কোম্পানি প্রথম বারের মতন লিকুইড কুল ইঞ্জিন অফার করতে চলেছে। এর কারণে বাইকটি দীর্ঘ দূরত্ব খুব ভালোভাবে কভার করতে পারবে এবং বাইকের ইঞ্জিন গরম হবে না।

Advertisement

এই বাইকে আপনারা এলইডি লাইট এবং সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এই বাইকে আপনি USD হট দেখতে পাবেন যা আপনার ভ্রমণকে আরো আরামদায়ক করে তুলবে। এই বাইকের ইঞ্জিনটি ৩৭ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারবে। এছাড়াও আপনারা পাবেন আকর্ষণীয় ২১ ইঞ্চি স্পোক হুইল। এই বাইকটির প্রারম্ভিক মূল্য মোটামুটি ২.৬০ লক্ষ টাকার কাছাকাছি হবে। এই বাইকের দাম এবং ডেলিভারি রেট সম্পর্কে কোম্পানি এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। কোম্পানি এই বাইকটিকে বাজারে নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। কেটিএম কোম্পানির ৩৯০ অ্যাডভেঞ্চার সিরিজের বাইকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে এই বাইকের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button