ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পাহাড়ের রাস্তায় ঝড় তুলবে রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইক, জানুন এই বাইকের ব্যাপারে সবকিছু

Royal Enfield কোম্পানির এই বাইকটি ভারতের বাজারে ঝড় তুলবে খুব শীঘ্রই

Advertisement
Advertisement

দেশের সবথেকে বড় পারফরমেন্স বাইক প্রস্তুতকারক সংস্থা রয়েল এনফিল্ড খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের বিখ্যাত এডভেঞ্চার বাইক হিমালয়ানের একটি নতুন মডেল লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে বলে জানা যাচ্ছে। কোম্পানি এই আসন্ন বাইকের একটি নতুন টিজার ভিডিও প্রকাশ করেছে যাতে এই বাইকের একটি নতুন লুক আপনি দেখতে পাচ্ছেন। নতুন ফিচারের সাথে স্পষ্ট হয়ে গেছে যে কোম্পানি আগামী মাসে বিক্রয়ের জন্য নতুন হিমালয়ান লঞ্চ করতে চলেছে।

Advertisement
Advertisement

রয়েল এনফিল্ড হিমালয়নের ৪৫০ এর নতুন মডেলটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই বাইকটিকে বিভিন্ন অনুষ্ঠানে পরীক্ষার সময় দেখা গিয়েছে এবং আরো অনেক বড় পরিবর্তন নিয়ে বাজারে আসতে চলেছে এই নতুন বাইক। জানা যাচ্ছে এই বাইকে একটি নতুন ৪৫০ সিসি লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিনটি ৪০ বিএইচপি শক্তি এবং ৩৭ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে সক্ষম।

Advertisement

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো অত্যাধুনিক কিছু ফিচার। তার সাথেই সামনের দিকে অফসাইড ডাউন ফর্ক সাসপেনশন থাকবে যা আজ পর্যন্ত কোন রয়েল এনফিল্ড বাইকে দেওয়া হয়নি। এই নতুন বাইকে আপনারা একটি ৬ স্পিড ট্রান্সমিশন গিয়ার বক্স এবং স্লিপ অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাবেন। বর্তমান মডেলের কোম্পানি ফাইভ স্পিড ট্রান্সমিশন দিয়ে থাকে। এছাড়াও এই বাইকে সামনের দিকে ২১ ইঞ্চি চাকা এবং পিছনের দিকে ১৯ ইঞ্চি চাকা দেওয়া হবে। রয়েল এনফিল্ড হিমালয়ান একটি এডভেঞ্চার টুর বাইক হিসেবে বেশ জনপ্রিয় ভারতে। মনে করা হচ্ছে এই বাইকের দাম মোটামুটি ২.১৬ লক্ষ টাকা থেকে শুরু হবে এবং সর্বাধিক ২.২৪ লক্ষ টাকা পর্যন্ত যাবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button