Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৫০সিসি সেগমেন্টের নতুন বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield, দেখে নিন দাম এবং অত্যাধুনিক ফির্চাস

ফের ভারতের বাজারে বছরের শুরুতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে জনপ্রিয় বাইক নির্মাণ সংস্থা। রয়েল এনফিল্ড। ২০২৩ সালে একাধিক মডেলের শক্তিশালী বাইক লঞ্চ করার পর ২০২৪ সালের শুরুতেও একই ধারাবাহিকতা…

Avatar

ফের ভারতের বাজারে বছরের শুরুতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে জনপ্রিয় বাইক নির্মাণ সংস্থা। রয়েল এনফিল্ড। ২০২৩ সালে একাধিক মডেলের শক্তিশালী বাইক লঞ্চ করার পর ২০২৪ সালের শুরুতেও একই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছে সংস্থাটি। ইতিমধ্যে তাদের নতুন বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। তবে কবে নাগাদ ভারতের বাজারে নতুন বাইক লঞ্চ করা হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়নি রয়েল এনফিল্ড।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, ৩৫০সিসি সেগমেন্টে গ্রাহকদের তুমুল চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন এই বাইকটি লঞ্চ করা হচ্ছে। Classic, Hunter, Meteor ও Bullet-এর পরে এটি হবে ৩৫০সিসি সেগমেন্টের পঞ্চম বাইক। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে নতুন এই বাইকের নামকরণ করে ফেলেছে সংস্থাটি। “Goan Classic 350” নামে ভারতের বাজারে লঞ্চ করা হবে রয়েল এনফিল্ডের নতুন এই বাইকটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কি কি বৈশিষ্ট্য থাকতে চলেছে?
Goan Classic 350সিসি বাইকে দেখা যেতে পারে ৩৪৯সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলার ইঞ্জিন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শক্তিশালী এই ইঞ্জিনটি সর্বচ্চো ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। যা ৫-স্পিড গিয়ার বক্স দ্বারা নিয়ন্ত্রিত হবে।এছাড়া, ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার সাথে ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে থাকছে সামনে ৩০০ মিমি ও পেছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক। পাশাপাশি, যদি গাড়িটির ডিজাইনের কথা বলি, তবে সিঙ্গেল সিটের সাথে গাড়িটি বাজারে লঞ্চ করা হবে। যদিও ডাবল সিট প্রতিস্থাপনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এই গাড়িটির দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি।

About Author