Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Royal Enfield: বিয়ার ৬৫০ নাকি ক্লাসিক ৬৫০, কোন মডেলের রয়েল এনফিল্ড কিনলে আপনার লাভ হবে সব থেকে বেশি?

ব্রিটেনের জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি, রয়েল এনফিল্ড সম্প্রতি ভারতের বাইকের দুনিয়ায় একটা বড় ধুন্ধুমার করে দিয়েছে। এই কোম্পানিটি সম্প্রতি ভারতের বাজারে একটা নতুন বাইক লঞ্চ করেছে, যা ভারতের অন্যান্য বাইক…

Avatar

ব্রিটেনের জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি, রয়েল এনফিল্ড সম্প্রতি ভারতের বাইকের দুনিয়ায় একটা বড় ধুন্ধুমার করে দিয়েছে। এই কোম্পানিটি সম্প্রতি ভারতের বাজারে একটা নতুন বাইক লঞ্চ করেছে, যা ভারতের অন্যান্য বাইক কোম্পানিগুলিকে ব্যাপক প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়েছে। কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে রয়েল এনফিল্ড কোম্পানির বিয়ার ৬৫০ বাইকটি। একই সাথে বিশ্ববাজারে কিছুদিনের মধ্যেই রয়েল এনফিল্ড তার প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে চলেছে। বিয়ার ৬৫০ বাইকের পর, এবারে খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০। চলুন জেনে নেওয়া যাক কোন বাইকের দাম কত হবে, কি কি হবে ফিচার এবং কে কাকে টেক্কা দেবে

রয়েল এনফিল্ড বিয়ার ৬৫০

রয়েল এনফিল্ড কোম্পানির ইন্টারসেপ্টর ৬৫০ বাইকের আদলে গড়ে উঠেছে রয়েল এনফিল্ড ৬৫০ বিয়ার বাইকটি। এই রয়েল এনফিল্ড বাইকটি ভারতে শুরু হচ্ছে ৩.৩৯ লক্ষ টাকা থেকে। এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন একটি ৬৫০ সিসি প্যারেল টভিন ইঞ্জিন যা থেকে ৪৭ bhp শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এই বাইকের সঙ্গে রয়েছে একটি ৬ স্পিড গিয়ার বক্স। এই বাইকে সামনে রয়েছে ১৯ ইঞ্চির চাকা এবং পিছনের দিকে রয়েছে ১৭ ইঞ্চি চাকা। একটি টিএফটি সেট আপ, এবং সঙ্গে সিঙ্গেল পড কনসোল রয়েছে এই বাইকে। এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মোট পাঁচটি রং-এর ভেরিয়েন্টে এর মধ্যে রয়েছে সাদা, সবুজ, ক্যারামেল গোল্ডেন এবং টু ফোর নাইন রঙের অপশন।

রয়েল এনফিল্ড ক্লাসিক ৬৫০

এই বাইকটির প্রথম লুক ইতিমধ্যেই ভারতের বাজারে ছড়িয়ে পড়েছে। বলাই বাহুল্য ৬৫০ সিসি সেগমেন্টে পরপর বাইক আনতে চলেছে রয়েল এনফিল্ড। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৬৪৮ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন এবং একটি অয়েল কুল্ড টোভিন সেটআপ। এই বাইকে আপনাদের জন্য রয়েছে একটি ১৪.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে এই বাইকটি ভারতের বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। এই বাইকের দাম হতে পারে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি।
About Author