টেক বার্তা

আসছে Royal Enfield এর সবচেয়ে সস্তার মোটরবাইক, ওজনও হবে খুব হালকা

অনুমান করা হচ্ছে এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৭০ লাখ টাকা হবে

Advertisement
Advertisement

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই কোম্পানির ৪ থেকে ৫ টি নতুন বাইক। যার মধ্যে অনেকদিন ধরেই চর্চায় রয়েছে Hunter 350 এবং Meteor 350 বাইক দুটি।

Advertisement
Advertisement

রয়্যাল এনফিল্ড কোম্পানির Hunter 350 মোটরসাইকেলের পরীক্ষামূলক মডেল সম্প্রতি খুব কাছ থেকে দেখা গিয়েছে। এই বাইকটি Meteor 350 এর সেগমেন্টের। এই Hunter 350 বাইকে ৩৫০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ২২ Bhp শক্তি এবং ২৭ nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটি খুব সহজে ও কম সময়ের মধ্যে ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন মডেলের ইঞ্জিন Meteor 350 তেও ব্যবহার করা হয়েছে।

Advertisement

Hunter 350 বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হবে। এছাড়া এই বাইকে সেমি ডিজিটাল কনসোল ও ট্রিপার নেভিগেশন সিস্টেম থাকবে। এই ধরনের প্রযুক্তি ক্লাসিক ৩৫০ ও হিমালয়ানেও এর আগে দেখা গিয়েছে। তবে এই বাইকটি যেহেতু সাশ্রয়ী সেগমেন্টের মধ্যে আসছে, তাই এতে ভালো এলইডি হেডলাইট বা ব্লিঙ্কার নাও থাকতে পারে।

Advertisement
Advertisement

অনুমান করা হচ্ছে, Hunter 350 বাইকটির এক্স শোরুম মূল্য ১.৭০ লাখ টাকা হতে পারে। ভারতের বাজারে এই বাইকটি লাঞ্চ করলে প্রতিদ্বন্দিতায় পড়বে হোন্ডা, বাজাজ, বেনেলি ইত্যাদি কোম্পানির বাইকগুলি। এবার রয়্যাল এনফিল্ড বাইকটি লঞ্চ করলে তা ক্রেতাদের মধ্যে কতটা জনপ্রিয় হতে পারে, সেটাই দেখার।

Advertisement

Related Articles

Back to top button