রয়েল এনফিল্ড তাদের গ্রাহকদের কাছে সবসময়ই একটা প্রিয় বাইক কোম্পানি হয়ে থেকেছে। তাদের গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করার জন্য এবারে এই কোম্পানিটি শুরু করেছে একটি নতুন উপায়। সম্প্রতি রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের ব্র্যান্ড মূল্য বৃদ্ধি করার জন্য লঞ্চ করেছে তাদের নতুন বাইক হান্টার 350। বর্তমানে এই কোম্পানিটি এই বাইকে আরো বেশি কিছু নতুন ফিচার যুক্ত করতে চলেছে বলে জানা যাচ্ছে। অটোকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এই বাইক নিয়ে আরও বড়। কোম্পানিটি আর কিছুদিন পরেই তাদের কিছু ভবিষ্যৎ মডেল নিয়ে আসতে চলেছে। এই বাইকে আসতে চলে এসে একটি নতুন ২৫০ সিসি ইঞ্জিন।
কি নতুন ফিচার থাকছে এই বাইকে?
প্রতিবেদনে জানানো হয়েছে রয়েল এনফিল্ড বহু বছর ধরে একটি নতুন ২৫০ সিসি প্লাটফর্মের কথা চিন্তা করছে। সম্প্রতি সবুজ সংকেত পেয়েছে এই নতুন প্ল্যাটফর্ম। ম্যানুফ্যাকচারিং লেভেলে V প্ল্যাটফর্ম নামক এই নতুন প্লাটফর্মে এই ২৫০ সিসি বাইক নিয়ে আসতে চলেছে রয়েল এনফিল্ড। খরচ নিয়ন্ত্রণ করার জন্য একটি সহজ এবং সরল আর্কিটেকচার নিয়ে আসা হবে এই সেগমেন্টে। প্রযুক্তিগতভাবে নতুন লিকুইড কুল শেরপা ৪৫০ এর পরিবর্তে, ২৫০ সিসি এয়ারকুল ইঞ্জিন নিয়ে আসা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকাওয়াসাকি নিনজাকে টক্কর দেবে এই বাইক
সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকটি কিন্তু সরাসরি কাওয়াসাকি নিনজা বাইকের সাথে প্রতিযোগিতা করবে। এই মুহূর্তে, ভারতে উপলব্ধ একমাত্র হাইব্রিড মোটরসাইকেল কোম্পানির নাম হলো কাওয়াসাকি। তাদের কাওয়াসাকি নিনজা ৭ বাইকটি হল এরকম একটি হাইব্রিড বাইক। আর কিছুদিনের মধ্যেই রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের নতুন হাইব্রিড বাইক নিয়ে আসতে চলেছে যেখানে ২৫০সিসি ইঞ্জিন দেওয়া হবে। এই মার্কেটে রয়েল এনফিল্ড হবে একেবারে নতুন এন্ট্রি।