ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’এর অফিসিয়াল পেজ থেকে সম্প্রতি রোশ্নি ওয়ালিয়ার একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যেখানে লাস্যময়ী অবতারে দেখা মিলেছে তার। মিস্টার ফাইসু অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। দর্শকমহলেও তার পরিচিতি নেহাত কম নয়। সম্প্রতি তারই জন্মদিন উপলক্ষে চর্চায় অভিনেত্রী। এদিন ব্রা ছাড়াই অফ-শোল্ডার কালো পোশাকে দেখা মিলেছিল তার। খোলা চুলে, হালকা মেকাপে, মানানসই নেকলেসে, হাই হিলে ছিলেন তিনি।এই পোশাকেই গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। আর সেখানেই নিজের পোশাকের জন্য অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে। ক্যামেরার সামনেই একাধিকবার নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাকে, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি কারোর। আর সেই নিয়েই এই মুহূর্তে চর্চিত রোশ্নি। তবে একজন অভিনেত্রী হিসেবে এই ধরনের ঘটনা তার কাছে নতুন কিছু নয়। প্রতিবারই এই ধরনের ঘটনা এড়িয়ে চলেন তিনি, এবারেও অন্যথা হয়নি তার।
Roshini Walia: ব্রা ছাড়াই পোশাক পরে জন্মদিনের অনুষ্ঠানে হাজির এই অভিনেত্রী, দেখুন ভিডিও
রোশ্নি ওয়ালিয়া ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। 'ম্যায় লক্ষ্মী তেরে আঙ্গান কি'তে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। পরবর্তীকালে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'রিংগা রিংগা রোজেস'এ নজর কেড়েছিলেন…

আরও পড়ুন