Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রাবন্তীর জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত রোশনের? পোস্ট ঘিরে জোর চর্চা

শ্রাবন্তী (Srabanti chatterjee) ও রোশন (Roshan singh)-এর বিয়ের পরিণতি কি হবে, তা নিয়ে জোরদার তরজা চলছে টলিউডে। এর মধ্যেই রোশন 23 শে জুন সোশ্যাল মিডিয়ায় ‘আই কুইট’ লিখে পোস্ট করলে…

Avatar

শ্রাবন্তী (Srabanti chatterjee) ও রোশন (Roshan singh)-এর বিয়ের পরিণতি কি হবে, তা নিয়ে জোরদার তরজা চলছে টলিউডে। এর মধ্যেই রোশন 23 শে জুন সোশ্যাল মিডিয়ায় ‘আই কুইট’ লিখে পোস্ট করলে সেই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা।

এই পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন রোশন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রোশন জিমের ভিতর বসে রয়েছেন। তাঁর পরনে জিমের পোশাক। রোশন জানিয়েছেন, এটি কোনো ব্যক্তিগত পোস্ট নয়। লকডাউনের জেরে রোশনের জিম বন্ধ রয়েছে। ফলে তাঁর রোজগারও এখন বন্ধ রয়েছে। গত বছর থেকে বারবার লকডাউনের ফলে রোশনের জিমের বিজনেস রীতিমতো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলে রোশন হতাশ হয়ে পড়েছেন। এই কারণে তিনি এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে রোশন শুধু নিজের জন্য হতাশ নয়, তাঁর মতে, তাঁর মতো অনেকেই রয়েছেন যাঁরা জিমের মালিক। আংশিক লকডাউনের ফলে অনেক স্থান সীমিত লোকসংখ‍্যা নিয়ে খুললেও জিমের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হচ্ছে না। ফলে রোশন বলেছেন, জিম যদি না খোলে, তাঁদের রোজগার বন্ধ থাকবে। তাহলে তাঁরা না খেতে পেয়ে মরে যাবেন।

কিন্তু নেটিজেনদের একাংশ মনে করছেন, এই পোস্টটি শুধুমাত্র ব্যবসায়িক কারণে নয়, ব্যক্তিগত কারণেও করেছেন রোশন। কারণ দুই সপ্তাহ আগে আদালতে একটি পিটিশন জমা দিয়ে রোশন 12 এপ্রিল ইমেল ও হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন আবারও শুরু করার অনুরোধ করেছিলেন। কিন্তু 26 শে এপ্রিল শ্রাবন্তী জানিয়েছেন, তিনি রোশনের সঙ্গে আর কোনোভাবেই বৈবাহিক জীবন শুরু করতে রাজি নন। তবে রোশন বলেছেন, তাঁর মনে শ্রাবন্তীর জন্য কোনো তিক্ততা নেই। তবে সম্প্রতি রোশন ও এক উঠতি অভিনেত্রীর ভিডিও চ্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাঁরা আলো-আঁধারিতে ভিডিও চ্যাট করছিলেন। ওই অভিনেত্রী দাবি করেছেন, তিনি রোশনের ক্রাশ এবং রোশনও তাঁর ক্রাশ। কিন্তু রোশন এই ব‍্যাপারে কিছু বলতে চাননি।

About Author