Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি গিয়ে দুই শালার জমিয়ে নাচ, তুমুল ভাইরাল নাচের ভিডিও

'অপরাজিতা অপু' ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র দীপু ওরফে রোহন ভট্টাচার্য। রাত ৮ঃ৩০ টা বাজলে টেলিভিশনের পর্দাতে হাজির হয়ে যায় সকলের অপু আর দীপু। যদি অপু ডিটেকটিভ হয় তাহলে দীপুর হয়…

Avatar

By

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র দীপু ওরফে রোহন ভট্টাচার্য। রাত ৮ঃ৩০ টা বাজলে টেলিভিশনের পর্দাতে হাজির হয়ে যায় সকলের অপু আর দীপু। যদি অপু ডিটেকটিভ হয় তাহলে দীপুর হয় অ্যাসিস্টেন্ট। অপুর সব বিপদে আগলে রাখে দীপু। দীপুর ইচ্ছে বড় অফিসার হোক অপু।

দীপু বাবু সবসময় চোখে হারায় অপুকে৷ অপুও তাই৷ একে অপরকে ভালোবাসলেও মুখে কখনও সে কথা কখনো প্রকাশ করেনা। এমনকি অপুর বাড়ির সবাইকে শ্রদ্ধা করে তাই তো শ্বশুরবাড়িতে গিয়েও গরিব শ্বশুরের পাশে দাঁড়ায় দীপু৷ এক কথায় একেবার আদর্শ বাঙালি ছেলের ভূমিকায় দীপু ওরফে রোহন৷ তাই জন্য দীপু এখন সকলের প্রিয় জামাইও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি গিয়ে দুই শালার জমিয়ে নাচ, তুমুল ভাইরাল নাচের ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়ি গিয়ে দুই প্রিয় শালার সঙ্গে গ্রামের রাস্তায় নাচ শুরু করে দেন দীপু। আর প্রিয় জামাইবাবুকে শালারা আনন্দে আত্মহারা। গ্রামের রাস্তায় জমিয়ে নাচ আদুরে জামাই দীপুর। আর নাচের মুভস ও দেখার মতো। না না ধারাবাহিকের মধ্যে নাচেননি দীপু। শ্যুটিং এর ফাঁক পেয়ে নাচতে শুরু করেন তিন বন্ধু। এই নাচের শর্ট ভিডিও নিজেই দীপু ওরফে রোশন শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ক্যপাশানে লিখেছেন, ‘কেউ কি আমার সাথে নাচবে’? বহু নেটিজেন শান্ত শিষ্ট দীপুর এই নাচ দেখে প্রশংসা করেছেন। এই রিল ভিডিয়োতে লাইকের বন্যা বয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই রিল ভিডিও।

About Author