Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট পোশাকে উন্মুক্ত নাভি, বোল্ড লুকে দর্শকদের সামনে ‘কিরণমালা’র রুকমা, দেখুন ছবি

ইদানিং অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray) হট পোশাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। রুকমার ছবি ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু নেটিজেনদের মতে, ছবিগুলি বড্ড আবেদনহীন। যদিও রুকমা এসব মতামত অগ্রাহ্য…

Avatar

ইদানিং অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray) হট পোশাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। রুকমার ছবি ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু নেটিজেনদের মতে, ছবিগুলি বড্ড আবেদনহীন। যদিও রুকমা এসব মতামত অগ্রাহ্য করে নিজেকে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন যাতে সাদা রঙের ক্রপ টপে দেখা যাচ্ছে যার ফাঁকে দৃশ্যমান হচ্ছে রুকমার ‘আনটোনড বেলি’। রুকমা মনে হয় ভুলে গেছেন, ‘নাভাল কুইন’ হতে গেলে ‘টোনড’ বেলির অধিকারী হতে হয়। ফলে তাঁর এই ছবিটি নিয়ে নেটিজেনদের একাংশ নিজেদের অপছন্দ ব‍্যক্ত করেছেন। প্রকৃতপক্ষে, রুকমার এই ছবিটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে তোলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একসময় অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাংলা সিরিয়াল ‘কিরণমালা’-র মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেছিলেন রুকমা। ‘কিরণমালা’-র ভূমিকায় অপর এক নবাগতাকে কাস্ট করা হলেও স্টার জলসা চ্যানেলের ক্রিয়েটিভ হেড দ্বৈপায়ন(Dwaipayan)-এর প্রেমিকা রুকমা সেই নবাগতাকে রিপ্লেস করে কিরণমালার চরিত্রে সুযোগ পান। দ্বৈপায়ন-রুকমার সম্পর্ক এতদূর এগিয়েছিল যে, আউটডোরে রুকমা গেলে দ্বৈপায়নও যেতেন। এমনকি রুকমার জন্য জলের বোতল, সিগারেটের প্যাকেট বয়ে নিয়ে যেতেন দ্বৈপায়ন। ‘কিরণমালা’-র কাস্টিং-এও দ্বৈপায়ন ও রুকমার মতামত প্রভাব বিস্তার করতে শুরু করে। দ্বৈপায়নের কথা অনুযায়ী চিত্রনাট্য বদলাতে থাকে। ক্রমশ কমতে থাকে কিরণমালার টিআরপি। একসময় বন্ধ হয়ে যায় কিরণমালা। দ্বৈপায়নও স্টার জলসার চাকরি হারান। এরপর তিনি সুরিন্দর ফিল্মস-এ ক্রিয়েটিভ হেড হিসাবে যোগ দিলেও কয়েকজন অভিনেত্রী দ্বৈপায়নের নামে ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ জানালে সুরিন্দর ফিল্মস থেকেও বিতাড়িত হন দ্বৈপায়ন। দ্বৈপায়নের কেরিয়ারের উথাল-পাথাল ঘরে বসিয়ে দেয় রুকমাকেও।

দ্বৈপায়নের হাতে কাজ দেওয়ার ক্ষমতা না থাকায় রুকমা দ্বৈপায়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। এই ঘটনার বেশ কিছুদিন পরে রুকমা অভিনয়ের সুযোগ পান ‘কুন্দফুলের মালা’ ধারাবাহিকে। কিছুদিন আগে ‘খড়কুটো’ সিরিয়ালে একটি খল চরিত্রে অভিনয় করেছেন রুকমা। আপাতত তাঁর হাতে কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে অভিনয়ের থেকেও বোল্ড ছবির জন্য রুকমা চর্চার মধ্যে থাকেন।

About Author