মিউজিকবিনোদন

Bhojpuri Song Video: অগণিত জনতার সামনেই ভোজপুরি গানে রোমান্টিক আম্রপালি-নীরাহুয়া, দেখেই উচ্ছ্বসিত জনতা

×
Advertisement

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গানের লাইভ পারফর্ম্যান্সের ঝলক ভীষণরকম ভাইরাল হয়েছে। এই ঝলকে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের লাইভ রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিল গোটা দর্শকমহলে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটির কাছাকাছি।

Advertisements
Advertisement

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। পাশাপাশি নীরাহুয়াও ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম শাড়ির অভিনেতা যার এক ঝলক পেতে অপেক্ষায় থাকেন অগণিত ভোজপুরি দর্শকরাও। আর সাম্প্রতিক ঝলকে তাদেরই চাক্ষুস দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিল উপস্থিত সকল দর্শকরাও, ভিডিওতে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে। আপাতত, সেই ঝহক ছয়বছর পর সোশ্যাল মিডিয়ার পাতায় একাংশের মাঝে পুনরায় ভাইরাল হতেই আবারো চর্চায় এই তারকা জুটি।

Advertisements

Advertisements
Advertisement

এই ঝলকে লাইভ পারফর্ম্যান্সে স্টেজে রোমান্টিক গানের তালেই নিজেদের প্রিয় তারকা জুটিকে দেখা উচ্ছ্বসিত দর্শকরা। ঝলকে আম্রপালি ও নীরাহুয়াকে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম হিট ছবি ‘মোকামা জিরো কিমি’ এর হিট গান ‘আওয়া ইয়ে ফুলগেনা’র তালেই দেখা গিয়েছিল এদিন। উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। সুর দিয়েছিলেন রাজেশ-রাজনীশ। এই গানে কন্ঠ দিয়েছিলেন মোহান রাথোর ও কল্পনা। এই মুহূর্তে এই গানের ভিডিওটি ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’র সূত্র ধরেই পুনরায় ভাইরাল হয়েছে। আর এই ঝলক ১ কোটির কাছাকাছি মানুষ দেখেও ফেলেছেন। আপাতত, নেটজনতার একাংশ নিজেদের এই অনস্টেজ রোমান্সের জন্যই চর্চিত হচ্ছেন।

Related Articles

Back to top button