Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মনে আছে সুপারহিট ‘রোজা’ ছবির জনপ্রিয় নায়িকাকে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, ছবি দেখে আঁতকে উঠবেন

এখনকার দিনে ভারতে দক্ষিণী ছবির রমরমা বাজার। বলতে গেলে এখন ভারতে রিলিজ হয়ে যাওয়া সবকটি দক্ষিণী ছবি একেবারেই সুপারহিট। তবে , ৩২ বছর আগেও এরকম একটি দক্ষিণী ছবি ভারতের বাজার…

Avatar

এখনকার দিনে ভারতে দক্ষিণী ছবির রমরমা বাজার। বলতে গেলে এখন ভারতে রিলিজ হয়ে যাওয়া সবকটি দক্ষিণী ছবি একেবারেই সুপারহিট। তবে , ৩২ বছর আগেও এরকম একটি দক্ষিণী ছবি ভারতের বাজার কাপিয়ে দিয়েছিল। সেই ছবিটিতে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী এবং তার বিপরীতে ছিলেন মধু। ছবিটি ছিল মনিরত্নমের রোজা। রাতারাতি সকলের প্রিয় তারকা হয়ে উঠেছিলেন এরা সকলেই। একটি ছবিতেই সবার মন জিতে নিয়েছিলেন এই অভিনেতা অভিনেত্রী ও পরিচালক। কে এস চিত্রার দিল হ্যায় ছোটা সা, গানে মধুর অভিনয় এখনো সকলের মনে একইরকমভাবে তাজা। সেই অভিনয় এখনো অনেকেই নিজের মনে মনে করতে চান। কিশোরী বয়সে আবেগকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল সেই গানটি। এই সেটা দারুনভাবে পর্দায় ফুটিয়েছিলেন অভিনেত্রী মধু। সম্প্রতি সেই অভিনেত্রীকেই আবারো দেখা গেলো বিমানবন্দরে। এখন কিন্তু একেবারেই অন্যরকম দেখতে এই দক্ষিণী সুন্দরীকে। দেখে নিন এখন কেমন অবস্থা মধুর।মনে আছে সুপারহিট 'রোজা' ছবির জনপ্রিয় নায়িকাকে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, ছবি দেখে আঁতকে উঠবেনঅজয় দেবগনের সাথে ফুল ঔর কাঁটে ছবি দিয়ে তিনি নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেন। এরপর দিলজলে, জল্লাদের মত কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে, এখন অভিনেত্রী তেমন একটা খবরের শিরোনামে থাকেন না। বর্তমানে শুধুমাত্র দক্ষিণী সিনেমায় অভিনয় করার কারণে তিনি তেমন একটা চর্চায় থাকেন না। তবে, সম্প্রতি এই অভিনেত্রী পাপারাজ্জিদের কাছে ধরা পড়ে গিয়েছেন একটি অনুষ্ঠানে যাওয়ার সময়। এই অনুষ্ঠানে তার লুক দেখে ভক্তরা হতবাক হয়ে গিয়েছে। অভিনেত্রীর এই গ্ল্যামারাস লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।মনে আছে সুপারহিট 'রোজা' ছবির জনপ্রিয় নায়িকাকে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, ছবি দেখে আঁতকে উঠবেনসর্বশেষ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ‘রোজা’ অভিনেত্রী মধু একটি কমলা রঙের পোশাক পরেছেন। এই পোশাকটি খুব ছোট এবং বেশ ভালোমতই প্রকাশক। এর সাথে তিনি খোলা চুল এবং হালকা মেকআপ দিয়ে তার চেহারা সম্পূর্ণ করেছেন। সঙ্গেই হাই হিলও পরেছেন অভিনেত্রী। এই পোশাকটি পরেই অভিনেত্রী ক্যামেরার সামনে বেশ কয়েকটি পোজ দিয়েছেন। এই শর্ট ড্রেস পরে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিনেত্রী। এটা দেখে বোঝাই যাচ্ছে তিনি আবারো বলিউড সিনেমার দিকে আসতে চলেছেন খুব শীঘ্রই।মধুর বর্তমান বয়স ৫৪ বছর। বলিউডের ২ নায়িকার সঙ্গে রয়েছে মধুর আত্মীয়তা৷ তিনি হেমা মালিনীর ভাগ্নি৷ এষা-অহনা তাঁর তুতো বোন৷ এছাড়াও জুহি চাওয়ার স্বামী জয় মেহটা মধুর স্বামী তুতো ভাই৷ তার আসল নাম কিন্তু মধু নয়, বরং তার নাম হলো পদ্ম মালিনী। এই ছবিতে তার এই লুক দেখে সবাই রীতিমত চমকে গিয়েছেন।
About Author