Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রোহিত শেঠির স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, হটনেস দিয়ে নোরা ফাতেহিকে পরাজিত করেছেন, দেখুন তাঁর সুন্দর ছবি

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন চিত্রপরিচালক হলেন রোহিত শেট্টি। অ্যাকশন মুভি বানানোতে পারদর্শী তিনি। আর তার তৈরি বেশিরভাগ ছবিই অ্যাকশন বেসড হয়। শূন্য থেকে শুরু করলেও বর্তমানে তিনি নিজের একটা…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন চিত্রপরিচালক হলেন রোহিত শেট্টি। অ্যাকশন মুভি বানানোতে পারদর্শী তিনি। আর তার তৈরি বেশিরভাগ ছবিই অ্যাকশন বেসড হয়। শূন্য থেকে শুরু করলেও বর্তমানে তিনি নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন ইন্ডাস্ট্রির মানুষের কাছে। একাধিক হিট ছবি উপহারও দিয়েছেন নিজের দর্শকদের তথা অনুরাগীদের। উল্লেখ্য, চিত্রপরিচালক হওয়ার পাশাপাশি লেখক, প্রডিউসার ও ছোটপর্দার একাধিক রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবেও পরিচিত তিনি। কেরিয়ারের শুরুর দিকে স্টান্টম্যান হিসেবেও একাধিক কাজ করেছেন রোহিত শেট্টি।

রোহিত শেঠির স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, হটনেস দিয়ে নোরা ফাতেহিকে পরাজিত করেছেন, দেখুন তাঁর সুন্দর ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিন্দি চলচ্চিত্র জগৎ-এর একজন পরিচিত পরিচালক হওয়ার সুবাদেই প্রায়ই মিডিয়ার পাতায় চর্চিত হতে দেখা যায় তাকে। এই মুহূর্তে আবারো চর্চায় উঠে এসেছেন তিনি। তবে আপাতত পরিচালক নিজের কাজের সূত্র ধরে নয়, নিজের স্ত্রী মায়া শেট্টির সূত্র ধরেই চর্চার আলো কেড়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় পরিচালক স্ত্রীয়ের বেশ কিছু ঝলক ভাইরাল হয়েছে, যা দেখে একাংশের মত বলিউডের একাধিক সুন্দরী অভিনেত্রীদের রূপের দিক দিয়ে হোক কিংবা কাজের দিক দিয়ে বলে বলে টেক্কা দিতে পারেন মায়া।

রোহিত শেঠির স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, হটনেস দিয়ে নোরা ফাতেহিকে পরাজিত করেছেন, দেখুন তাঁর সুন্দর ছবি

২০০৫ সালে পরিচালকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মায়া শেট্টি। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, নাম ঈশান শেট্টি। পেশার দিক দিয়ে মায়া একজন সফল ব্যাঙ্কার। অভিনয় দুনিয়ায় তার আধিপত্য না থাকলেও, তিনি যে পরিচালকের স্ত্রী হিসেবে একাংশের মাঝে বহুল পরিচিত, তা বলাই বাহুল্য। বর্তমানে পরিচালক নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে জুহুতেই থাকেন। তবে শুরুর সময় থেকেই লাইম লাইট থেকে নিজেকে দূরে রেখেছেন রোহিত শেট্টির স্ত্রী। ছেলের থেকেও দূরে রেখেছেন চর্চার আলো। তবে বলিউডের জনপ্রিয় পরিচালকের ছেলে হওয়ার সুবাদে থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘সিঙ্ঘম’, ‘গোলমাল রিটার্ন’, ‘গোলমাল ৩’, ‘গোলমাল’, ‘সিঙ্ঘম রিটার্ন’, ‘সানডে’, ‘জমিন’, ‘সিম্বা’, ‘দিলওয়ালে’, ‘সূর্যবংশী’, ‘সার্কাস’এর মতো একাধিক সফল ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের।

About Author