খেলা

IPL 2023: ‘ওপেনিং নয় বরং চতুর্থ স্থানে ব্যাটিং করুক রোহিত’, অদ্ভুত দাবি অনিল কুম্বলের

ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের এমন একটি মন্তব্য সামনে এসেছে, যা আলোচিত হচ্ছে সর্ব মাধ্যমে।

Advertisement

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬ তম মেগা আসরের। পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ওপেনিং ম্যাচের উদ্দেশ্যে ইতিমধ্যে সেজে উঠেছে। শক্তিশালী গুজরাটের বিপক্ষে আজ নিজেদের প্রথম জয়ের লড়াইয়ে মাঠে নামবে চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। শক্তিশালী দুই দলের সংঘর্ষ দেখার জন্য রীতিমতো উত্তেজনা বেড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

এদিকে, ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের এমন একটি মন্তব্য সামনে এসেছে, যা আলোচিত হচ্ছে সর্ব মাধ্যমে। ভারতের এই প্রাক্তন স্পিনার তার ছোট্ট একটি বক্তব্যে বলেন,”আমি মনে করি রোহিত শর্মার ওপেনিং করা উচিত নয়। সেই দায়িত্ব ও অন্য কারোর কাঁধে দিক। ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করুক রোহিত। ৭-১৪ ওভার পর্যন্ত সময়ে একাধিকবার লক্ষ্য করা গেছে, দলের রান থমকে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য নিজের ব্যাটিং অর্ডার পিছিয়ে আনা উচিত রোহিতের।”

Advertisement

তিনি আরও বলেন,”যদি রোহিত শর্মা ইনিংসের মিডিল ওভারগুলোতে রান সংগ্রহ করতে সক্ষম হন, তবে শুরু থেকেই দল সুবিধা জনক স্থান খুঁজে নিতে সক্ষম হবে। যা মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পরিসংখ্যা আরও বাড়িয়ে দেবে।”

Advertisement

এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান বলেন,”দলে একজন অধিনায়কের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন তার ওপর নির্ভর করে পুরো ম্যাচের ফলাফল। একমাত্র তিনিই স্থির করতে পারেন, দীর্ঘ সময়ের জন্য দলের পারফরমেন্স কেমন হতে পারে। আর সেই কাজ রোহিত শর্মা বিগত এক দশক ধরে সাফল্যের সাথে করে আসছেন।”

Recent Posts