Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rocky Aur Rani Ki Prem Kahani’s Screening: ছবির স্ক্রিনিংয়ে একই পোশাকে নজর কাড়লেন রণবীর-আলিয়া, অনুপস্থিত দীপিকা!

কারাণ জোহার পরিচালিত নতুন আসন্ন ছবি 'রকি অর রানি কি প্রেম কাহানি' মিডিয়ার পাতায় বহুল চর্চিত। এই ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।…

Avatar

কারাণ জোহার পরিচালিত নতুন আসন্ন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মিডিয়ার পাতায় বহুল চর্চিত। এই ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। রণবীর-আলিয়া দুজনই বর্তমান হিন্দি চলচ্চিত্র জগৎ-এর দুই প্রথম সারির তারকা। নিজের গুরু যশ চোপড়াকে সম্মান জানিয়েই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক। আবারো একটি বড় বাজেটের ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছেন তিনি। ছবি ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের উচ্ছ্বাস স্পষ্ট নজরে এসেছে।

কারাণ জোহার পরিচালিত এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে টলিউডের টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বলিউডের শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো একাধিক প্রতিভাবান তারকাদের। খুব সম্প্রতি এই ছবিরই স্ক্রিনিংয়ে বসেছিল তারকার হাট। আপাতত, সেইসমস্ত ঝলকই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা মিডিয়ার পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছবির স্ক্রিনিংয়ে একই ধরনের কালো পোশাকে হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ফুলহাতা টি-শার্টে সাদার উপরে লেখা ছিল ‘টিম রকি অর রানি’। রণবীর সিংও পরেছিলেন একই ধরনের টি-শার্ট। তবে তার টি-শার্টটি সাদা রঙের ছিল। তার সামনের দিকে নীলের উপর লেখা ছিল ‘টিম রকি অর রানি’। এদিন আলিয়ার সাথে রণবীরের উপস্থিতি নজর কাড়লেও রণবীর সিংয়ের সাথে দীপিকার উপস্থিতি নজরে আসেনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছেলে আরহান খানকে নিয়ে এদিন কালো বোল্ড নজরকাড়া পোশাকেই হাজির ছিলেন মালাইকা আরোরা। তবে তিনি কালো পরলেও তার ছেলে সাদা পোশাকেই এদিন দেখা দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

অভিষেক ও শ্বেতা বচ্চনকে সাথে নিয়েই লাল জমকালো পোশাকে উপস্থিত ছিলেন জয়া বচ্চনও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

নিজের মাকে নিয়ে হাজির ছিলেন গৌরি খানও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কারিশ্মা কাপুরের পাশাপাশি এদিন উপস্থিত থাকতে দেখা গিয়েছে সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকেও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উপস্থিত ছিলেন চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্য পান্ডে। পাশাপাশি একসাথে দেখা দিয়েছিলেন অন্যতম চর্চিত রোমান্টিক জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

About Author