যত উঁচু তলা বাড়িতে আগুন লাগুক এখন আর চিন্তার কোন কারণ নেই এখন দমকলকর্মীর জায়গা নিতে চলেছে রোবট। শুধু আগুন নেভানো না বহুদলীয় উঠে আটকে পড়া মানুষদের উদ্ধার করবে ‘চিট্টি দ্য রোবো’। এসব দৃশ্য সাধারণত দেখা যায় সিনেমার পর্দায়। কিন্তু এবারে তাই বাস্তবায়িত হতে চলেছে।
কোথাও আগুন লাগলে দমকল বাহিনীর সাথে চলে যাবে এই রোবট, রিমোটের সাহায্যে এটি অনায়াসে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয় প্রায় ১০০ মিটার দূর থেকে এখানে জল ছিটতে পারবে। চার্জ দেওয়া থাকলে প্রায় ৪ ঘন্টা এটি কাজ করবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅতীতে অনেক সময় দেখা গেছে দুর্গম স্থানে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। সেই কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুনে অতিরিক্ত ধোঁয়া উৎপন্ন হয় অসুবিধায় পড়েন দমকল কর্মীরা। রোবটের সাহায্যে আশা করা যাচ্ছে দুর্গম স্থানে ধোঁয়ার মধ্যে থেকেও আগুন নেভানো সম্ভব হবে।