সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখ ছিল দিল্লির শাহীনবাগ। শাহীনবাগে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। অবশেষে সেই বন্ধ রাস্তার একটা দিক খুলে দিতে রাজি হলেন আন্দোলনকারীরা। ৬৯ দিন পরে আটকে থাকা রাস্তা খুললো আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে। দিল্লি-নয়ডা-ফরিদাবাদ হাইওয়ের একটা দিক খুলে দিতে রাজি হয়েছে আন্দোলনকারীরা।
আজ আন্দোলনকারীরা নিজের হাতে রাস্তার একটি দিকে ব্যারিকেড খুলে দেন। পরে পুলিশ এসে ব্যারিকেড সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। রাস্তার আর একটি দিকও খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। গত বছর ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই এই আইন প্রত্যাহারের দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয় শাহীনবাগে। দিল্লি-নয়ডা-ফরিদাবাদ হাইওয়ে বন্ধ করে আন্দোলন করতে থাকেন আন্দোলনকারীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরফলে ওই রাস্তায় প্রবল যানযটে পড়ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন। এই নিয়ে সুপ্রীম কোর্টে মামলা করা হয়। সেই মামলার শুনানিতে একজন মধ্যস্থতাকীরা নিয়োগ করা হয় সুপ্রীম কোর্টের তরফে। দিলি বিধানসভা নির্বাচনেও এই রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করার ক্ষোভকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা, যদিও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।