সুশান্ত কেস সামলাচ্ছেন আইপিএস নূপুর প্রসাদের (IPS Nupur Prasad) টিম। এখনও পর্যন্ত সিবিআই রিয়া চক্রবর্তীকে টানা ২৫ ঘণ্টা জেরা করেছে। এরই মাঝে বহুবার মেজাজ খুইয়েছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। চিৎকার করে অনেক প্রশ্নের উত্তরে ‘জানি না’ বলে চালিয়েছেন। কিন্তু সিবিআই ছেড়ে দেয়নি রিয়াকে। আরও জোরকদমে চালাচ্ছে তদন্ত।
রবিবার প্রায় টানা ১০ ঘণ্টা ধরে ডিআরডিও গেস্ট হাউজে বসিয়ে রিয়াকে জিজ্ঞাসাাদ করেন গোয়েন্দারা। রবিবারের পর সোমবার ফের রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। তবে,রিয়া মেজাজ হারালেও দিতে হতে পারে পলিগ্রাফ টেস্ট। সূত্রের খবর অনুযায়ী রিয়া পলিগ্রাফ টেস্টে রাজি নয়, ঠিক এইখানেই রিয়া মেজাজ হারিয়েছেন। করেছেন চিৎকার। উল্লেখ্য রিয়া ব্যতীত সুশান্তের দিদিকেও জেরা করবে সিবিআই। গত ৮ই জুনের দিন রিয়া সুশান্তের ফ্ল্যাট থেকে চলে যাবার পর সুশান্তের দিদি ওই ফ্ল্যাটে আসে। তাই এইবার রিয়ার পাশাপাশি সিবিআই-এর মুখোমুখি হতে চলেছে সুশান্তের দিদিও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুশান্তকে কীভাবে চিকিৎসা করানো হত, তাঁর ট্রিটমেন্টে কত টাকা ব্যায় হত এবং সেই সমস্ত খরচ কি সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেই হত! এমনই সব প্রশ্নের মুখে সোমবার পড়তে পারেন রিয়া চক্রবর্তী।
এখানেই শেষ নয়, কোন কোন ডাক্তারের সাহায্য নেওয়া হয়েছে, কেন ঘনঘন ডাক্তার পরিবর্তন করা হত এবং কোন কোন ওষুধ সুশান্তের উপর প্রয়োগ করতেন রিয়া, এইসকল বিষয় নিয়ে তাঁকে একাধিক প্রশ্ন করা হতে পারে বলে খবর। এছাড়াও, সুশান্তের ওষুধ কি রিয়ার বাবা এনে দিত নাকি রিয়া নিজেই ওষুধ প্রয়োগ করতেন এসব ব্যপারও উঠে আসতে পারে আগামী তদন্তে।