Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো বিকিনির ফাঁকে স্পষ্ট বক্ষ, বোল্ড লুকে ধরা দিলেন মুনমুনের ছোট মেয়ে রিয়া সেন, ভাইরাল ছবি

সম্প্রতি ইন্সটাগ্রামে অভিনেত্রী রিয়া সেন বোল্ড লুকে নিজের ফটো শেয়ার করলেন। ব্ল‍্যাক কালারের বিকিনি টপ ও লঙ স্কার্ট পরে বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী। রিয়ার এই ফটোটি নেটিজেনদের কাছে প্রশংসনীয়…

Avatar

সম্প্রতি ইন্সটাগ্রামে অভিনেত্রী রিয়া সেন বোল্ড লুকে নিজের ফটো শেয়ার করলেন। ব্ল‍্যাক কালারের বিকিনি টপ ও লঙ স্কার্ট পরে বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী। রিয়ার এই ফটোটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তাঁরা বলেছেন, রিয়ার সৌন্দর্য তাঁদের কাছে অনুপ্রেরণা। রিয়া এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সমগ্র পৃথিবী এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ এর ব্যতিক্রম নন। সবাই মিলে এই কঠিন সময়ের মোকাবিলা করতে হবে। কিন্তু রিয়ার বোল্ড লুকের সঙ্গে এই ক্যাপশনের কি সম্পর্ক তা অবশ্য বুঝতে পারেননি নেটিজেনরা। তাই এই ক্যাপশন নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি।

অভিনেত্রী রিয়া সেন ১৯৯১ সালে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউড ফিল্ম ‘বিষকন্যা’য় শিশুশিল্পী হিসেবে ডেবিউ করেন। এই ফিল্মে অভিনেত্রী পূজা বেদীর শৈশবের চরিত্রে অভিনয় করেন রিয়া। মাত্র সতেরো বছর বয়সে গায়িকা ফাল্গুনী পাঠক -এর মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ –এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন রিয়া। এছাড়া বেশ কিছু লো-বাজেট ও মিডিয়াম-বাজেট হিন্দী ফিল্মে অভিনয় করেছেন রিয়া। অভিনয় ছাড়াও রিয়া এইচআইভি সচেতনতামূলক প্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বাংলা ও তেলেগু সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ফিল্মে কাজ করেছেন রিয়া। কিন্তু অভিনেত্রী হিসেবে তিনি সেভাবে প্রশংসিত হননি। তবে সেলিব্রিটি হিসাবে তিনি বেশ কিছু ব্র‍্যান্ড এনডোর্সমেন্ট করেছেন। শোস্টপার হিসাবে ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এও র‍্যাম্পে হেঁটেছেন রিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি হিসাবে রিয়া কোলকাতায় যথেষ্ট জনপ্রিয়। প্রয়াত রাজমাতা গায়ত্রী দেবী সম্পর্কে রিয়ার ঠাকুমা। সুচিত্রা সেনের কন্যা মুনমুনের ছোট মেয়ে রিয়া বংশকৌলিন‍্য থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজের ব‍্র‍্যান্ড ভ‍্যালু তৈরী করতে পারেননি। সেই তুলনায় তাঁর দিদি রাইমা সেন-এর স্টারডম যথেষ্ট বেশী। অথচ রাইমার আগে ইন্ডাস্ট্রিতে রিয়া কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু রিয়ার অভিনয়ের তুলনায় শক্তিশালী রাইমার অভিনয় যা রাইমাকে একজন স্টার বানিয়েছে। ২০১৭ সালে ফটোগ্রাফার শিবম তিওয়ারিকে বিয়ে করেন রিয়া।

About Author