Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লঞ্চ হল স্কুটারের SUV! ব্যাপক লুক ও স্পেসিফিকেশন নিয়ে ভারতের বাজার কাঁপাতে পারে River Indie

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক…

Avatar

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। একাধিক কোম্পানি নতুন প্রযুক্তিতে ভরপুর ইলেকট্রিক স্কুটি বাজারে আনছে। তারমধ্যেই যেই কোম্পানি সম্পূর্ণ আলাদারকম কাজ করে ভারতের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে, সেটি হল বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ কোম্পানি River। সম্প্রতি তারা লঞ্চ করেছে রাফ অ্যান্ড টাফ স্কুটারের এসইউভি River Indie। এই ই স্কুটারের কত দাম বা কি কি ফিচার্স রয়েছে, জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

স্কুটারের এসইউভি River Indie তে মিড ড্রাইভ ম্যাগনেট সিঙ্কোনাস মোটর ব্যবহার করা হয়েছে যা ৯ bhp পাওয়ার এবং সর্বাধিক ২৬ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই ইলেকট্রিক স্কুটি মাত্র ৩.৯ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে পারবে। এই স্কুটির সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এতে ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট IP67 রেটিং লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে যা মাত্র পাঁচ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ হতে পারে। একবার চার্জে এই স্কুটি ১২০ কিলোমিটার চলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই ইলেকট্রিক স্কুটিতে রয়েছে বিশেষ কিছু ফিচার যার জন্য একে সবাই স্কুটারের এসইউভি বলছে। আসলে এর চ্যাসিস স্টিল টিউবুলার যা একে মজবুত করেছে। কমফোর্ট এর জন্য স্কুটিতে টেলিস্কোপিক ফর্ক সামনে এবং টুইন শক সাসপেনশন পিছনে দেওয়া হয়েছে। স্কুটিতে রয়েছে কম্বাইন বেকিং সিস্টেম। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচার যা সাধারণ কোনো ইলেকট্রিক স্কুটিতে দেখা যায় না। এতে টুইন বিম এলইডি হেডল্যাম্প সেটআপ দেখা যাবে। এছাড়া রয়েছে ৬ ইঞ্চির এলসিডি ইন্সট্রুমেন্টাল ক্লাসটার। এতে ৪৩ লিটারের আন্ডার সিট স্টোরেজও পাওয়া যাবে।

তবে এখন একটাই প্রশ্ন যে স্পেসিফিকেশন এবং পারফরমেন্সে ভরপুর এই স্কুটির দাম কত? আপনাদের জানিয়ে রাখি বেঙ্গালুরু ভিত্তিক এই স্টার্টআপ কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের দাম শুরু করছে ১.২৫ লাখ টাকা থেকে। এই দাম বেঙ্গালুরু এক্স শোরুমের। এর অনরোড প্রাইস সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যেই স্কুটারটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী আগস্ট মাস থেকে কোম্পানি তাদের এই স্কুটারের এসইউভি River Indie স্কুটার ডেলিভারি করা শুরু করবে।

About Author