এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রায়ই নিত্যনতুন পোস্ট করে নিজের সাথে জীবনের নানান টুকরো মুহুর্ত শেয়ার করেন তিনি। এবারেও তার অন্যথা হলনা। সম্প্রতি অভিনেত্রী ইন্সটাগ্রামে ঋতুর ছবি দেখে ঈর্ষান্বিত হবেন যেকোনোও অনুগামী। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের ডিপ নেক অফশোল্ডার শর্ট ড্রেস, পায়ে কালো স্টকিংস ও কালো লং বুট। এদিন লম্বা চুল ছেড়ে রেখেছেন ঋতুপর্ণা আর ঠোঁটে ওয়াইন রঙের লিপস্টিক ব্যাস তাতেই তাঁর সাজ সম্পূর্ণ করেছে। হলুদ রঙের ভেলভেট কৌচে বসে ছবিটি তুলেছেন অভিনেত্রী।এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন তাঁর চাঁদের উজ্জ্বলতা হতে। আর শেয়ারের সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
কাঁধ থেকে খুলে পড়ছে পোশাক, ডিপ নেক সবুজ শর্ট ড্রেসে নেটদুনিয়ায় ঝড় তুলল সকলের প্রিয় ঋতু
সুন্দরী ও রুপসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আধারকার্ড বলছে অভিনেত্রীর বয়স ৪৯। নব্বইয়ের দশক থেকে অভিনয় জগতে এই অভিনেত্রী পা রেখেছিলেন। প্রথম গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বধূবেশের…

By

আরও পড়ুন