Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোলা পিঠে নয়া অবতারে বাঙালি অভিনেত্রী ঋতুপর্না, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে টপরেটেড সিনিয়র অভিনেত্রী তিনি। শুধু নিজের অভিনয় দিয়ে আজও রয়েছেন সেরার আসনটিতে, করে চলেছেন একের পর এক অসাধারন ছবি, যা এককথায় অসামান্য। এই টলিকুইন…

Avatar

কৌশিক পোল্ল্যে: বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে টপরেটেড সিনিয়র অভিনেত্রী তিনি। শুধু নিজের অভিনয় দিয়ে আজও রয়েছেন সেরার আসনটিতে, করে চলেছেন একের পর এক অসাধারন ছবি, যা এককথায় অসামান্য। এই টলিকুইন অবশ্য টলিপাড়ায় ঋতুদি নামেই অধিক পরিচিত।

নব্বইয়ের দশকের নাম্বার ওয়ান পজিশন তো ছিলই, সেই সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি পেয়েছিল এক নতুন মুখ, এক নতুন প্রতিভা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি বেঁধে করা বিভিন্ন ছবি দর্শকদের মধ্যে অপেক্ষার প্রহর গুনিয়েছিল তীর্থের কাকের মতোন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রঙে মাখামাখি নিক-প্রিয়াঙ্কা, সঙ্গ দিলেন ক্যাটরিনা

যদিও ঋতুদি নতুনরূপে ফিরে আসেন পরিচালক ঋতুপর্ন ঘোষ এর হাত ধরে। ‘দহন’, ‘পারমিতার একদিন’ ইত্যাদি ছবিতে এনার অভিনয় সমালোচকদের মন কেড়ে নেয়। হালফিলে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালক জুটির বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন ঋতুপর্না সেনগুপ্ত।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

সুন্দরী এই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিভিন্ন ছবিই হয়ে ওঠে টক অফ দ্য টাউন। আজ সেরকমই একটি ছবি পোস্ট করলেন তিনি নিজে। কালো রংয়ের এই পোশাকে তার খোলা পিঠ খুবই সুষ্পষ্টভাবে লক্ষনীয়। এই উষ্ণ লুকেই ঘায়েল হয়েছেন তার ভক্তরা। তাকে শেষ দেখা গিয়েছে লাইম অ্যান্ড লাইট নামক ছবিতে, এছাড়াও বিভিন্ন বিউটি প্রোডাক্ট সংস্থার বিজ্ঞাপনে মুখ্য মুখ হিসেবে তাকে দেখা যায়। ঋতুপর্নার সুন্দর লুকের ছবিখানি দেখতে হলে নীচের পোস্টটি লক্ষ্য করুন।

About Author