সম্প্রতি অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে চর্চায় রয়েছেন সেখানে, গোলাপি রঙের অফ-শোল্ডার গাউনে দেখা মিলেছে তার। এদিন খোলা চুলে, নুড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন মানানসই কানের দুলও। তার ভাবভঙ্গিতে ছিল বোল্ডনেসের স্পষ্ট ছাপ। আর এই লাস্যময়ী রূপেই এদিন হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। পোজ দিয়েছিলেন করিডোর থেকে শুরু করে সুইমিং পুলের ধারেও। বলাই বাহুল্য, তারই সাম্প্রতিক লুক আবারো নেটজনতার একাংশের মাঝে চর্চায় এনেছে তাকে। দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের। নিজেদের প্রিয় অভিনেত্রীর এই সাম্প্রতিক বোল্ড লুক যে তাদের পছন্দ হয়েছে, সেই ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সেই রয়েছে।
গোলাপি পোশাকে কিউট লাগছে ঈশিতা দত্তকে, ছবির সৌন্দর্য ভক্তদের মন জয় করেছে (PHOTOS)
ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ছবি 'দৃশ্যম ২' নিয়ে চর্চায় রয়েছেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।…

আরও পড়ুন