Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আলিয়া নয়, বরং অন্য কারও সাথে রণবীরের বিয়ে দিতে চেয়েছিলেন ঋষি কাপুর

কৌশিক পোল্ল্যে: এক সপ্তাহ হয়ে গেল বলিউডের প্রিয় চিন্টু জি ওরফে ঋষি কাপুর, সকলকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে চলে গিয়েছেন। তার প্রয়ানে শোকস্তব্ধ গোটা বলিমহল। কাপুর পরিবারসহ এই অপূরনীয় ক্ষতি…

Avatar

কৌশিক পোল্ল্যে: এক সপ্তাহ হয়ে গেল বলিউডের প্রিয় চিন্টু জি ওরফে ঋষি কাপুর, সকলকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে চলে গিয়েছেন। তার প্রয়ানে শোকস্তব্ধ গোটা বলিমহল। কাপুর পরিবারসহ এই অপূরনীয় ক্ষতি মেনে নিতে পারছেন না অনেকেই। তবু সত্য যে বড় কঠিন, তাই সত্যিকে মেনে নিয়ে এগিয়ে চলার নামই জীবন। যদিও ধীরে ধীরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন পত্নী নিতু। দীর্ঘ চল্লিশ বছরের অবসানে সুখ-দুঃখের সঙ্গীর প্রতি সংবর্ধনা দিতে তিনি লিখলেন, “আমাদের গল্প এখানেই শেষ হল।”

ঋষির মৃত্যুতে ভেঙে পড়া কাপুর পরিবারের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিলেন হবু পুত্রবধূ আলিয়া ভাট। অভিনেতার শেষকৃত্যের সময় কন্যা রিদ্দিমা ও স্ত্রী নিতুকে যথেষ্ট সাহস জুগিয়েছেন, এমনকি অস্থি বিসর্জনের দিন বানগঙ্গায় কাপুর পরিবারের সঙ্গে তিনিও উপস্থিত থেকে একজন যোগ্য বউমার কর্তব্য পালন করেন, যদিও পুত্রবধূ হিসেবে আলিয়ার বদলে অন্য একজনকে চেয়েছিলেন ঋষি। এক সাক্ষাৎকারে চিন্টু জি নিজেই সে কথা খোলসা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানেন তিনি কে? শুনলে চমকে যাবেন। তিনি আর কেউ নন বরং রণবীরের প্রিয় বন্ধু চিত্রপরিচালক অয়ন মুখোপাধ্যায়। এটা কি হল! খুঁজতে চেয়েছিলেন পুত্রবধূ এখানে হাজির অন্য এক পুত্র। বিষয়টা খানিকটা এরকমই হয়ে গিয়েছিল। আসলে অয়নের সঙ্গে রণবীরের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। অয়নের একাধিক ছবিতে অভিনেতা হিসেবে কাজ করেছেন রণবীর। যে কারনে একবার ঋষি জি মজাচ্ছলে বলেছিলেন, “বেস্ট ফ্রেন্ডস, কী ভাবছ? এই উত্তম সুযোগ। দু’জনেই বিয়ে করে নাও।”

কথাটি নিতান্তই মজা করে বলেছিলেন চিন্টু জি। যদিও সোনম, দীপিকা, নার্গিস, ক্যাটরিনা ইত্যাদি বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে অবশেষে রণবীরের মন আলিয়ার প্রতি থিতু হয়েছে। উভয়ের বিয়ের সম্ভাবনাও ছিল এবছরের শেষের দিকে। কিন্তু ঋষির প্রয়ানে কতদুর কি হবে, সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। যদিও শেষে পুত্রবধূ হিসেবে আলিয়াকে সাদরে গ্রহন করেন ঋষি এবং মৃত্যুর পর আলিয়াও খোলা চিঠিতে তাকে পিতা হিসেবে স্বীকার করে নিয়েছেন।

About Author