এক সিনিয়র পুলিশ কর্মকর্তা কথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় ঋষভ পন্থ একাই ছিলেন গাড়িতে। তিনি আরও বলেন, ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।এরপর তাকে জরুরি অবস্থায় রুরকিক সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।Rishabh Pant has suffered a serious car accident early morning. Admitted in a Roorkee hospital. pic.twitter.com/QQvHuanDCF
— Vikrant Gupta (@vikrantgupta73) December 30, 2022
Rishabh Pant Accident: ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই গাড়ি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ
ভারতের নিয়মিত উইকেট রক্ষক ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জর্জরিত! গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে। সূত্রের খবর, দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ। আর পথ মধ্যেই…

আরও পড়ুন