
উন্নতমানের চিকিৎসার জন্য দিল্লির একটি নামি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হলে মেডিকেল বোর্ডের তরফ থেকে জানানো হয়, শুধুমাত্র চোট পাননি ভারতীয় উইকেট রক্ষক। দাবি করা হয়, ভয়ংকর দুর্ঘটনার কারণে হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর এই যে, ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন করেছেন দিল্লির ওই বেসরকারি হসপিটালের চিকিৎসকগণ। জানা যাচ্ছে, খুব শীঘ্রই হসপিটাল থেকে ছাড়া পেয়ে ২২ গজে ফিরতে পারেন ভারতীয় এই তারকা উইকেট রক্ষক।Cricketer Rishabh Pant's knee surgery was successfully conducted yesterday at a private hospital in Mumbai. He is under the supervision of the medical team and is recovering fast: Sources
— ANI (@ANI) January 7, 2023
(File pic) pic.twitter.com/wtEmsTbqQE